Ajker Patrika

সৌদিতে ইয়েমেনির হাতে হবিগঞ্জের যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭: ০৪
সৌদিতে ইয়েমেনির হাতে হবিগঞ্জের যুবক খুন

সৌদি আরবে ইয়েমেনি নাগরিকের হাতে বাংলাদেশর এক যুবক খুন হয়েছে। নিহত তুহিন আহমেদ (২১) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত তারেক উদ্দিনের ছেলে।

গত শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল আহমেদ জানান, ৭/৮ বছর আগে তুহিনের বাবা মারা যান। এ অবস্থায় দুই ছেলেকে নিয়ে বিপাকে পড়েন তুহিনের মা। একপর্যায়ে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব পাড়ি জমান। বছর দেড় আগে তিনি বড় ছেলে তুহিনকেও সৌদি আরব নিয়ে যান। সেখানে তুহিন একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেন। সততা ও কাজের প্রতি আন্তরিকতার কারণে তুহিনের ওপর  আস্থা ছিল দোকান মালিকের। এ কারণে অন্য তিন কর্মচারী তুহিনকে হিংসা করতে শুরু করেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চারজন একসঙ্গে খেতে বসেন। এ সময় তুচ্ছ একটি বিষয় নিয়ে তাঁর সহকর্মী ইয়েমেনের এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক তুহিন আহমেদের নাকে ও বুকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর সৌদি পুলিশ ইয়েমেনের ওই যুবককে গ্রেপ্তার করেছে। তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নোমান আহমেদ বলেন, ‘সকালে আমি নিহতের বাড়িতে গিয়েছিলাম। সেখানে তাঁর ছোট ভাই আর চাচারা রয়েছেন। তাঁরা জানিয়েছেন তুহিনের মরদেহ দেশে আনা হবে কি না সেটা তাঁর মা সিদ্ধান্ত নেবেন। যদি দেশে আনতে চান তাহলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে যেহেতু এখন জেনেছি অবশ্যই খোঁজ নেব।’ তিনি আরও বলেন, ‘পরিবারের সদস্যরা যদি লাশ দেশে আনতে চায় তাহলে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত