Ajker Patrika

দীপিকার ক্ষতি, হৃতিকের লাভ

দীপিকার ক্ষতি, হৃতিকের লাভ

তারকাদের অনেকেই তাঁদের আয়ের ক্ষেত্র ছড়িয়ে দিয়েছেন বিনোদন অঙ্গনের বাইরে। একটা সময় বেশির ভাগ তারকা মূলত সিনেমা প্রযোজনার সঙ্গেই যুক্ত থাকতেন। অভিনয়ের বাইরে এটিই ছিল তাঁদের আয়ের দ্বিতীয় বড় উৎস। এখন প্রথম সারির তারকারা বিনোদনের বাইরে অন্যান্য ব্যবসার দিকেও ঝুঁকছেন। তবে পর্দার জনপ্রিয়তা সব সময় ইতিবাচক প্রভাব ফেলতে পারে না এসব ব্যবসায়।

বলিউড তারকাদের ব্যবসার পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে স্টোরিবোর্ড ১৮। তাতে উঠে এসেছে, অনেক তারকার ব্যবসাপ্রতিষ্ঠান প্রত্যাশিত সাফল্য পায়নি। কেউ বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন, কারও প্রতিষ্ঠান কোনোমতে টিকে আছে। দীপিকা পাড়ুকোনের স্কিনকেয়ার ব্র্যান্ড ‘৮২ ডিগ্রি ই’ চলতি বছরের প্রথম ৯ মাসে আয় করেছে প্রায় ২৩ কোটি রুপি। গত বছরের তুলনায় এ অঙ্ক ১১ কোটি বেশি হলেও এখনো লাভের মুখ দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। স্টোরিবোর্ড ১৮-এর তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত দীপিকার প্রতিষ্ঠানের ক্ষতির অঙ্ক ২৫ কোটি রুপির বেশি।

এ ছাড়া শাহিদ কাপুরের ফ্যাশন ব্র্যান্ড ‘স্কাল্ট’, আনুশকা শর্মার ‘নুশ’, সোনম কাপুরের ‘রেজন’সহ অনেক তারকার ব্যবসাপ্রতিষ্ঠান প্রত্যাশা অনুযায়ী বাজার ধরতে ব্যর্থ হয়েছে। সংকটে পড়েছে সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ও।

তবে উল্টো দিকও আছে। ভোক্তাদের মধ্যে ভালো সাড়া ফেলতে পেরেছে ক্যাটরিনা কাইফের প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’। বর্তমানে ১৫ লাখের বেশি গ্রাহক রয়েছে এ প্রতিষ্ঠানের। এ বছর কে বিউটির গ্রাহক আরও ৬২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে রিলায়েন্স রিটেইল দায়িত্ব নেওয়ার পর আলিয়া ভাটের বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড ‘এড-এ-মামা’র বিক্রি বেড়েছে কয়েক গুণ।

সিনেমার পর্দার মতো ব্যবসায়ও বড় চমক দেখিয়েছেন হৃতিক রোশন। ‘এইচআরএক্স’ নামে একটি ফিটনেস ব্র্যান্ডের মালিক তিনি।

নাইকি, পুমা, ডেক্যাথলনের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলেছে এইচআরএক্স। পাঁচ গুণ বেশি ব্যবসা বেড়েছে। স্টোরিবোর্ড ১৮-এর রিপোর্ট বলছে, সম্প্রতি ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত