Ajker Patrika

শিক্ষার্থীদের বরাদ্দের খাবার পাঠানো হয় বাইরে

আরাফাত রহমান অভি, শেকৃবি
শিক্ষার্থীদের বরাদ্দের খাবার পাঠানো হয় বাইরে

প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলগুলোর শিক্ষার্থী, হলসংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উন্নত মানের খাবার (ফিস্ট) পরিবেশনের আয়োজন করা হয়। এ জন্য সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ জনপ্রতি অর্থ বরাদ্দ দেয়; পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকেও এ বাবদ ফি নেওয়া হয়।

তবে শিক্ষার্থীদের জন্য আয়োজিত খাবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের বিনা মূল্যে সরবরাহ করা হয়। ফলে প্রতিবছরই খাবারের মান কমছে। এতে আসছে বিজয় দিবসে খাবারের মান আরও কমার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থী, প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারীদের জন্য জনপ্রতি ৩৭৫ টাকা হারে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ অর্থ বরাদ্দ দেয়। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কুপন ফি বাবদ ৫০ টাকা নেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কুপন ফি বাবদ টাকা নেওয়া হলেও, হল কর্তৃপক্ষ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের জন্য বিনা মূল্যে এই কুপন সরবরাহ করে।

অনুসন্ধানে জানা গেছে, ওই সময় প্রতিটি হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের জন্য বিনা মূল্যে ১৫০-২০০টি কুপন সরবরাহ করা হয়। এ ছাড়া প্রতি হলেই বিক্রীত কুপনের চেয়ে ২৫০-৪০০ প্যাকেট খাবার বেশি করা হয়েছে। অতিরিক্ত এই খাবারের প্যাকেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, সাবেক হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাসায় সরবরাহ করা হয় বলে জানা গেছে।

চলতি বছর স্বাধীনতা দিবসে আয়োজিত খাবার থেকে ডিম, সবজি, মুগডাল ও কমলা বাদ দেওয়া হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গতবার খাবারে কিছু আইটেম কম দেওয়া হয়েছে। তবে আসছে বিজয় দিবসে আইটেম বাড়ানোর চেষ্টা করব।’

বাড়তি প্যাকেট করার ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘রীতি অনুযায়ী হলের সাবেক প্রভোস্ট, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের হলে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। আমরা সেটা করতে পারি না, তাই তাঁদের জন্য খাবার পৌঁছে দিই।’

তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিনা মূল্যে টোকেন ও খাবার সরবরাহের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত