Ajker Patrika

যুদ্ধাপরাধের রায় নিয়ে ভুল ব্যাখ্যা হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ২৭
যুদ্ধাপরাধের রায় নিয়ে ভুল ব্যাখ্যা হয়েছে

কয়েকটি চক্র বিভিন্ন স্বার্থে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিয়োজিত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের রায় নিয়ে সে সময়ে দুই দেশের সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

গতকাল বুধবার বিকেলে ঢাকায় তুরস্কের দূতাবাসে কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তুরান এসব কথা বলেন। এ সময় তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বাণিজ্য সম্ভাবনা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

জামায়াতে ইসলামী নিয়ে তুরস্কের অবস্থান জানতে চাইলে মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিয়ে তুরস্কের কোনো অবস্থান নেই। তুরস্কের অবস্থান বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে। বাংলাদেশ কোন রাজনৈতিক দলের সঙ্গে কী রকম আচরণ করবে, এটা তাদের বিষয়। বাংলাদেশের সেই অবস্থানকে তুরস্ক সম্মান করে। তবে এর অর্থ এই নয় যে কোনো দেশ তার মতামত প্রকাশ করতে পারবে না।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধীদের রায় নিয়ে তুরস্কের নেওয়া তখনকার ও বর্তমান অবস্থান জানতে চাইলে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘তুরস্কের ও বাংলাদেশের গভীর বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। কোনো রাজনৈতিক পরিস্থিতি এর পরিবর্তন করতে পারবে না। সেই সময়টিতে যা হয়েছে তার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কারণ, আমাদের উদ্দেশ্য কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত