Ajker Patrika

নবীগঞ্জে ফেস্টুন কাটায় থানায় অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ১০
নবীগঞ্জে  ফেস্টুন কাটায় থানায় অভিযোগ

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের ছবি সংবলিত ফেস্টুন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ বাদী হয়ে অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গত বুধবার বিজয় দিবস উপলক্ষে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের ছবির ফেস্টুন লাগানো হয়। ওই দিন রাতেই দুর্বৃত্তরা ফেস্টুনটি কেটে ফেলে। এ ঘটনায় সেলিম আহমদ বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

এ প্রসঙ্গে সেলিম আহমদ বলেন, ‘গত বুধবার কান্দিগাঁও পয়েন্টে ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় যুবদল নেতা আলতাব উদ্দিন ওরফে আলতা আমাকে বাধা দেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে আমার ফেস্টুনটি লাগানো হয়। ওই দিনই রাতের আঁধারে কে বা কারা ফেস্টুনটি কেটে ফেলে।’

তিনি আরও বলেন, ‘ফেস্টুন কাটার বিষয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত