Ajker Patrika

প্রথমবর্ষে ভর্তির সাক্ষাৎকার ২৯ ডিসেম্বর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
প্রথমবর্ষে ভর্তির সাক্ষাৎকার ২৯ ডিসেম্বর

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রথম বর্ষের পাঁচটি অনুষদের অধীনে ছয়টি বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার হবে ২৯ ডিসেম্বর।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক ফল প্রকাশ করা হয়।

মেধাক্রম অনুসারে ‘এ’ ইউনিটে ৭২০ জন, ‘বি’ ইউনিটে ১৮০ জন ও ‘সি’ ইউনিটে ১৮০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মেসেজ পাঠিয়ে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী (২৯ ডিসেম্বর) বুধবার সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধাক্রম প্রস্তুতের ক্ষেত্রে GST-ভর্তি পরীক্ষার ফলাফল ব্যবহৃত হয়েছে।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মোট সমান হলে ‘এ’ ইউনিটের ক্ষেত্রে পদার্থবিদ্যা এবং রসায়নে, ‘বি’ ইউনিটের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি, ‘সি’ ইউনিটের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত