Ajker Patrika

ঐতিহাসিক ম্যাচে কিংসের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৩: ১১
ঐতিহাসিক ম্যাচে কিংসের পরীক্ষা

ফুটবলাররা মাঠে নামার আগে যা করার করতে হবে। তাই ভীষণ ব্যস্ততা কিংস অ্যারেনায়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) লোগোসংবলিত পতাকা হাতে স্বেচ্ছাসেবকেরা কোথায় দাঁড়াবেন, দুই দলের ফুটবলাররা কীভাবে একে অপরের সঙ্গে হাত মেলাবেন, এএফসির থিম সং কতক্ষণ বাজবে তার একটা প্রস্তুতিও হয়ে গেল ফুটবলারদের অনুশীলন শুরুর আগে। সত্যিকার আন্তর্জাতিক অভিষেকের আগে এক উৎসব উৎসবভাব বসুন্ধরার নিজেদের মাঠে।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে গত মাসে আন্তর্জাতিক অভিষেক হয়েছে কিংস অ্যারেনার। তবে মাঠটা যেহেতু বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠ, তাই আজ ভারতের ওডিশা এফসির বিপক্ষে এএফসি কাপের ম্যাচটাকে ধরে নেওয়া হয়েছে কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক হিসেবে। ঘরোয়া ফুটবলে নিজেদের মাঠে কখনো হারেনি বসুন্ধরা। আন্তর্জাতিক ফুটবলেও নিজেদের মাঠে অপরাজেয় থাকার গৌরব টিকিয়ে রাখতে আজ সন্ধ্যা ৬টায় আইএসএলের দল ওডিশা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা।

কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকটা আরেকটু রঙিন হতে পারত যদি এএফসি কাপের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে জয় পেত বসুন্ধরা। গত মাসে মালদ্বীপ থেকে ৩-১ গোলের তিক্ত এক হারের স্বাদ নিয়ে দেশে ফিরেছিল অস্কার ব্রুজোনের দল। জয় পায়নি ওডিশাও।

মোহনবাগানের কাছে দলটা হেরেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। নিজেদের মাঠে অপরাজিত থাকার চাপ যেমন আছে, তেমনি নিজেদের মাঠ আর দর্শকের সামনে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়ালে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে যাওয়ার স্বপ্নেও ধাক্কা খাবে বসুন্ধরা। তবে ২০১৮ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে টানা দুই ম্যাচ হারার কোনো অভিজ্ঞতা নেই অস্কার ব্রুজোনের দলের। দল নিজেদের মাঠে ভালো খেলবে বলেই বিশ্বাস বসুন্ধরার স্প্যানিশ কোচের, ‘ম্যাচটা দারুণ কঠিন হবে। আমাদের জন্য নতুন একটা পরিস্থিতি সামনে আছে। আমরা কখনোই টানা দুই ম্যাচ হারিনি। এখানে বসুন্ধরা কিংস অ্যারেনায়ও আমরা কখনো হারিনি। তো প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব ভালো একটা সময় আমাদের সামনে।’

কোটি কোটি টাকার দল গড়েও এএফসি কাপের আগের দুই আসরে গ্রুপ পর্বেই থেমে যাওয়ায় সমালোচনা ঘিরে বসুন্ধরা ও কোচ অস্কারকে ঘিরে। ঘরোয়া ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বসুন্ধরা আন্তর্জাতিক ফুটবলে খাবি খাচ্ছে কি না এমন প্রশ্ন শুনে বেশ বিরক্ত ও কড়া প্রতিক্রিয়া অস্কারের, ‘আমি বুঝি না, ওইসব লোক কেন বলে আমরা আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থ হচ্ছি। আমি তো মনে করি আমরা সাফল্য পাচ্ছি। হয়তো আমাদের ধরনটা ভিন্ন। তবে এটা সত্য, ক্লাবের বাইরে অনেক কথা হচ্ছে যে আমরা ব্যর্থ হচ্ছি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা শেষ দুই আসরে টেবিলের শীর্ষেই অবস্থান করেছি, শুধু গোল ব্যবধানে বিদায় নিতে হয়েছে আমাদের। আপনারা কি মনে করেন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাব? যা মোহনবাগানের মতো ক্লাব ১০০ বছরে পারেনি, সেটা তিন মৌসুমের মধ্যে করে দেখানোর পরও? আমরা ভাবছি, আমরা উন্নতি করছি, আমাদের দারুণ একটা স্টেডিয়াম আছে, ঠিক জায়গায় ঠিক মানুষদের বসিয়ে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি করছি।’

বসুন্ধরার মতো প্রথম ম্যাচে হারা ওডিশাও চায় জয়ে ফিরতে। এএফসি কাপে প্রথমবারের মতো খেলতে আসা দলটা ঘরোয়া ফুটবলে সবশেষ ম্যাচে মুম্বাই এএফসির মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করেছে। বসুন্ধরার মাঠ থেকে জয় নিয়ে ফেরার প্রত্যাশা ওডিশার স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার, ‘আমরা জানি, আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলছি। আমাদের যত দ্রুত সম্ভব গোল পেতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত