Ajker Patrika

মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ১৪
মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

মেঘনায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ জন ও সাধারণ সদস্য পদে ২৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৮ জন, স্বতন্ত্র প্রার্থী ২৩ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৬ জন রয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইউপিগুলোর মধ্যে রাধানগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল বাতেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আহছানউল্লা ও স্বতন্ত্র মুজিবুর রহমান মো. আনিছ মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে জমা দিয়েছেন ২৭ জন।

মানিকার চর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া, মোসা. সাবিনা ইয়াসমিন তাজ, মো. রবিন মিয়া ও মো. হারুন অর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে জমা দিয়েছেন ৩৩ জন।

চন্দনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আহসান উল্যাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আমির হোসেন ও স্বতন্ত্র সেলিম সরকার রয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. লতিফ সরকার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাঈনুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির ও মো. আরিফ প্রধান, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন এবং সদস্য পদে ২৩ জন লড়ছেন।

বড়কান্দা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আবুল কাসেম, স্বতন্ত্র প্রার্থী গাজী মো. শফিকুল হক, মো. রফিকুল ইসলাম, মো. ফারুক হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মহসীন মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন, সদস্য ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত