Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন করে মিছিল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৩৬
আচরণবিধি লঙ্ঘন করে মিছিল

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন মিছিল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কৈয়ারবিল হাছিমারকাটা এলাকায় মিছিল করেন তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ১১ ধারার ২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শোডাউন করা যাইবে না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেনের সমর্থনে মিছিল বের করে তাঁর ঘোড়া প্রতীকের স্লোগান দেওয়া হয়। মিছিলটি শেষে পথসভা করা হয়। এতে হাজারের অধিক মানুষ অংশ নেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন বলেন, ‘আমি মিছিল করেছি ঠিক। মূলত কিছু কর্মী-সমর্থককে ডাকা হলে সাধারণ লোকও এতে অংশ নেন। এতে আচরণবিধি লঙ্ঘন হয়নি।’

মক্কি ইকবাল হোসেনকে নির্বাচনী আচরণবিধির ১১ নম্বর ধারা সম্পর্কে অবগত করা হলে তিনি বলেন, ‘কেউই আচরণবিধি মানছেন না।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল দিয়ে শোভাযাত্রা করা নির্বাচনী আচরণবিধি পরিপন্থী। ওই প্রার্থীকে সতর্ক করা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত