Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে অভিযান শুরু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  রোধে অভিযান শুরু

কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। বাজারদর ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করতে ইতিমধ্যে ১৭ উপজেলায় ২৩টি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার এ উপলক্ষে নগরীর রানীর বাজার, বাদশা মিয়ার বাজার, রাজগঞ্জ, চকবাজারসহ বিভিন্ন উপজেলা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা খাদ্যনিয়ন্ত্রক এস এম কায়সার আলী ও উপজেলায় উপজেলা খাদ্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান দল।

অভিযানে বাজারের গোডাউনগুলোতে মজুতের পরিমাণ মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, যাঁরা কৃত্রিম সংকট সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হবে।

এর আগে গত রোববার নগরীর চকবাজারের চকবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কুমিল্লা জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা খাদ্যশস্য ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা খাদ্যনিয়ন্ত্রক এস এম কায়সার আলী।

জেলা খাদ্যনিয়ন্ত্রক এস এম কায়সার আলী জানান, দেশে ফসলের যথেষ্ট উদ্বৃত্ত রয়েছে। তবুও কেন বাজারে নিত্যপণ্যের দাম বেশি। প্রধানমন্ত্রী বাজারমূল্য তদারকি করেন। তাই সারা দেশের মতো কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গোডাউনগুলোর খাদ্যদ্রব্য মজুতের পরিমাণ স্পষ্ট করতে হবে। ১৫ দিন পরপর গোডাউন মনিটরিং করা হবে। যাঁরা কৃত্রিম সংকট তৈরি করবেন, তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালতে সাজার ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত