Ajker Patrika

পরশুরামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ২৭
পরশুরামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফেনীর পরশুরামে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ৬৫ বছর বয়সী নুর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নুর আহমেদ পৌর এলাকার অনন্তপুর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পরশুরাম উত্তর বাজারের শিশু মেলার পাশে একটি চারতলা ভবনের মালিক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ওই শিশু খেলতে পরশুরাম উত্তর বাজারের শিশু মেলার সামনে গেলে ভবন মালিক নুর আহমেদ তাকে তাঁর চারতলা ভবনে ডেকে নেন। সেখানে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিচতলার একটি কক্ষে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে কৌশলে তিনি সরে পড়েন।

গতকাল রোববার সকালে শিশুটির মা বাদী হয়ে পরশুরাম থানায় নুর আহমেদকে আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালতের নির্দেশে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, নুর আহমদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল রোববার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত