Ajker Patrika

বিরক্ত হলেন তাপসী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৪
বিরক্ত হলেন তাপসী

পাপারাজ্জিদের সঙ্গে বলিউড তারকাদের তর্ক নতুন নয়। সালমান খান থেকে শুরু করে শাহরুখ, কঙ্গনা, আনুশকা, দীপিকাদের সঙ্গে প্রায়ই পাপারাজ্জিদের ঝামেলা হয়। ছবি তোলার জন্য যেভাবে তারকাদের পেছনে ছুটতে থাকেন পাপারাজ্জিরা, তা অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার বিরক্ত হলেন তাপসীও।

নতুন সিনেমা ‘দোবারা’র প্রচারের জন্য মুম্বাইয়ের এক কলেজে এসেছিলেন তাপসী পান্নু। অনুষ্ঠানে আসতে দেরি হওয়ায় পাপারাজ্জিদের ছবি তোলার আগেই অনুষ্ঠানে ঢুকে পড়েন তাপসী। অনুষ্ঠান শেষে বের হতেই ছবিশিকারিরা রীতিমতো ক্ষোভ ঝাড়েন তাপসীর ওপর। দেরি করে আসার জন্য দুষতে শুরু করেন। এতে ক্ষেপে গিয়ে তাপসী বলেন, ‘আমাকে যা বলা হয়েছিল আমি তা করেছি, আপনারা কেন চিৎকার করছেন? আমাকে যে সময়ে আসতে বলা হয়, আমি তখনই আসি। দয়া করে আমাকে সম্মান দিয়ে কথা বলুন। আপনি যদি আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আমিও বলব।’

তাপসীর এই হঠাৎ মেজাজ হারানোর বিষয় নিয়ে সমালোচনা চলছে বলিউডে। অনেকেই মনে করছেন, ‘শাবাশ মিঠু’র ব্যর্থতাই অসহিষ্ণু করে তুলেছে অভিনেত্রীকে। যদিও আগামী দিনে তাপসীর ঝুলিতে রয়েছে ‘ব্লার’, অনুরাগ কাশ্যপের ‘দোবারা’, রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’র মতো সিনেমা। এর মধ্যে ‘দোবারা’ মুক্তি পাবে আগামী শুক্রবার। তাপসীর আশা, সেই সিনেমা দিয়েই ঠিকঠাক ট্র্যাকে ফিরবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত