Ajker Patrika

হোমনায় ইউরিয়া খেয়ে ষাঁড়সহ ৪ গরুর মৃত্যু

হোমনা প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৩
হোমনায় ইউরিয়া খেয়ে ষাঁড়সহ ৪ গরুর মৃত্যু

হোমনায় ইউরিয়া সার খেয়ে একটি ষাঁড় ও তিনটি গাভির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো মো. মোশারফ হোসেনের। তাঁর গোয়ালঘরেই গরুগুলোর মৃত্যু হয়।

এতে মো. মোশারফ হোসেনের সব স্বপ্নও যেন চুরমার হয়ে গেছে। তিনিসহ স্ত্রী-সন্তানের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে। তাঁদের সান্ত্বনা দিতে প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন।

জানা গেছে, গত শনিবার বিকেলে হোমনা বাজার থেকে মো. মোশারফ হোসেন তাঁর ইরি-বোরো ধান খেতের জন্য পাঁচ কেজি ইউরিয়া সার এবং পালিত গাভি ও ষাঁড়ের জন্য পাঁচ কেজি ভুসি কেনেন। পরে পলিথিনে মোড়ানো সারগুলো ভুসির ব্যাগে করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে ব্যাগ খুলে দেখেন পলিথিন ছিঁড়ে ভুসির সঙ্গে সার মিশে গেছে। এরপর তিনি চালনি দিয়ে ভুসি থেকে সার আলাদা করার চেষ্টা করেও ব্যর্থ হন।

কিন্তু এত পরিমাণ ভুসি ফেলে দিতে মন সায় না দেওয়ায় ওইসব-ই সন্ধ্যায় গরুকে পানির সঙ্গে মিশিয়ে খাওয়ান। এর কিছুক্ষণ পরে রাত আটটার দিকে একটি গর্ভবতী গাভি ছটফট করে মারা যায়। এর আধা ঘণ্টা পরে আরেকটি গর্ভবতী গাভি মারা যায়। পরে রাত ১০টার দিকে দুধেল আরেকটি গাভি এবং সর্বশেষ রাত ১১টার দিকে একটি ষাঁড় মারা যায়।

মো. মোশারফ হোসেন বিলাপ করতে করতে বলেন, ‘আমি সামান্য লোভে পরে নিজের হাতে আমার সন্তানতুল্য গরুগুলোকে খুন করলাম। আমি যদি সার মেশানো ভুসিগুলো না খাওয়াতাম তাহলে এ মর্মান্তিক ঘটনা ঘটত না।’

স্থানীয় বাসিন্দা মো. জজ মিয়া বলেন, ‘শত শত মানুষের সামনে গরুগুলো মারা গেল। সবাই শুধু চেয়ে চেয়ে দেখলাম। কারওই কিছু করার ছিল না।’

জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘গরুকে সরাসরি ইউরিয়া সার খাওয়ানো যাবে না। সরাসরি খাওয়ানোয় গরুগুলো সহ্য করতে না পেরে মারা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত