Ajker Patrika

বিয়ের পরে আলিয়া

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৭: ০৭
বিয়ের পরে আলিয়া

বিয়ের পর সাধারণত মেয়েরা স্বামীর পদবি গ্রহণ করে নিজেকে নতুন নামে পরিচিত করতে চায়। আলিয়া এখন কাপুর খানদানের বউ। অনেকে প্রশ্ন তুলেছেন, রণবীরের পদবি ব্যবহার করে এখন থেকে এই অভিনেত্রী কি নিজেকে আলিয়া ভাট কাপুর নামে পরিচিত করবেন? বিয়ের আগে আলিয়া কিন্তু তেমনটাই আভাস দিয়েছিলেন।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের রেশ এখনো তুঙ্গে। তাঁদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। রণবীর ও আলিয়া দুজনেই শুটিং থেকে মাত্র পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন। এই পাঁচ দিনেই সম্পন্ন হয়েছে বিয়ের সব আনুষ্ঠানিকতা। ছুটি শেষে যে যাঁর কাজে ফিরেছেন।

গত সোমবার রণবীর কাপুরকে দেখা গেছে টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের ওপর চাপানো চেকড শার্ট, কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। বর্তমানে ‘এনিমেল’ সিনেমার শুটিংয়ে হিমাচল প্রদেশে আছেন রণবীর।

অন্যদিকে বিয়ের ঠিক পরের দিন মঙ্গলবার রণবীর ঘরণী আলিয়াকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাই ছেড়েছেন। গোলাপি রঙের সালোয়ার-কামিজ, খোলা চুল, নো মেকআপ লুক, হাতে ব্যাগ নিয়ে মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে নজর কাড়লেন আলিয়া। দারুণ দেখাচ্ছিল রণবীর পত্নীকে। হাতে জ্বলজ্বল করছে বিয়ের আংটি। হাত নেড়েই ভেতরে ঢুকে গেলেন আলিয়া। হাতে স্পষ্ট বিয়ের মেহেন্দি, এর মধ্যেই সিঁথিতে নেই সিঁদুর, হাতে নেই লাল চূড়া। এ নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।

তবে আলিয়ার সে সবে কান দেওয়ার মতো অত সময় নেই। পোশাগত জীবনে এটাই সেরা সময় আলিয়ার। পরপর দুটি অসফল সিনেমার পর ‘আরআরআর’ কিংবা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দিয়ে সাফল্য পেয়েছেন আলিয়া ভাট। শিগগিরই বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রাখতে চলেছেন মহেশকন্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত