Ajker Patrika

হঠাৎ দেবে গেল কুমার নদের পাড়ের ২৩ বাড়ি

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪: ২৯
হঠাৎ দেবে গেল কুমার নদের পাড়ের ২৩ বাড়ি

হঠাৎ করেই ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদের পাড়ের কমপক্ষে ২৩টি বাড়ি দেবে গেছে। এ ছাড়া ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় গত ১৪-১৫ দিন ধরে নদের পাড়ে বসবাসরত ওই এলাকার বাসিন্দারা ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, খাবাসপুর এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বসত বাড়ি-ঘর দেবে গেছে। অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে হঠাৎ করেই এ এলাকার কুমার নদের তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। এরপর থেকে একে একে বেশ কিছু বাড়ি ৫-১০ ফুট করে দেবে গেছে। বিষয়টি উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও এখনো কোনো সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়নি। এখন দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ওই এলাকা রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক, দিপু ফকির, মোশাররফ হোসেন বলেন, ‘নদের পাড় দেবে যাওয়ায় আমাদের অনেকের ঘরবাড়িও দেবে গেছে। কারও কারওর ঘরে বড় ধরনের ফাটল দেখা গেছে। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘নদের পাড় দেবে যাওয়ার খবর পাওয়ার পরপরেই ঘটনাস্থলে গিয়েছি। দেবে যাওয়া অংশ থেকে যাতে ভাঙনের সৃষ্টি না হয়ে সে জন্য একটি সুরক্ষা পরিকল্পনা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। আশা করি খুব শিগগিরই সমস্যা প্রতিরোধের ব্যবস্থা করা হবে।’

পার্থ প্রতিম সাহা আরও বলেন, ‘খননের সময় নদের তলদেশ ধসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এটা নিয়ে বেশি ভয়ের কিছু নেই।’

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘নদ খননের ফলে হয়তো এ ঘটনা ঘটেছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত