Ajker Patrika

পারিবারিক বিরোধে মা-মেয়ে খুন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৫
পারিবারিক বিরোধে মা-মেয়ে খুন

জামালপুরের মেলান্দহে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়ে খুন হয়েছে বলে ধারনা পুলিশের। পুলিশ বলছে, হত্যা পরিকল্পিত হতে পারে। মা-মেয়ের লাশ উদ্ধারের দুইদিন আগে ছেলে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। লাশ উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও পুত্রবধূকে আটক করেছে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় মেলান্দহ পৌরসভার গোবিন্দপুর গাড়োয়ালপাড়ার একটা বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত জয়ফলের ভাই মানিক বাদী গতকাল মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম। খুনের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিনকে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়ফল বেগম মৃত আকমল চৌধুরীর স্ত্রী। আকমল চৌধুরী ১৯৯৮ সালে মারা যান। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমান প্রবাসী। আরেক ছেলে জহুরুল চৌধুরী বাড়িতেই থাকেন।

নিহত বোন স্বপ্নার বিয়ে হয়েছিল যশোরে। স্বামীকে তালাক দিয়ে মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন তিনি। ওমানে থাকা দুই ভাইয়ের পাঠানো টাকা দিয়েই চলতো তাদের সংসার। বাড়িতে থাকা ছেলে জহুরুলের সঙ্গে মা-বোনের পারিবারিক সম্পর্ক তেমন ভালো ছিল না বলে জানান স্থানীয়রা।

এদিকে ওমান থেকে জয়ফলের দুই ছেলে মোবাইলে কল দিয়ে না পেয়ে শনিবার সন্ধ্যায় মামা মানিককে ফোন দেন। পরে মানিক ওই বাড়িতে গিয়ে দেখেন ঘর বন্ধ। ডাকাডাকি করলে সাড়াশব্দ মেলেনি। পরে তিনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঘরের দরজা ভেঙে দুই কক্ষের বিছানায় মা-মেয়ের গলাকাটা লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ ও একটি ধারালো বটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জয়ফলের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিনকে আটক করেছে পুলিশ। মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, জয়ফলের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে খুনের রহস্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত