সম্পাদকীয়
নগরায়ণ ও শিল্পায়নের চাপে দেশে বন ও জলাশয়ের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। বন ধ্বংস করা হলে সামগ্রিক প্রভাব পড়ে প্রকৃতির ওপর। শুধু প্রকৃতি না, বাস্তুসংস্থানও সংকটের মধ্যে পড়ে। গাজীপুর জেলা হলো গজারি বাগানের জন্য বিখ্যাত। আর এসব গজারির বাগান সংরক্ষিত বনের আওতাভুক্ত। ব্যক্তিগত মালিকানা সেসব বনে থাকার কথা না। কিন্তু গাজীপুরে গত দুই যুগে বনভূমি ও জলাশয় কমে দাঁড়িয়েছে দুই-তৃতীয়াংশে, মানে ৬৬ শতাংশ বনভূমি ধ্বংস করা হয়েছে। ‘রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার (আরডিআরসি)’-এর গবেষণায় এ ভয়াবহ তথ্য উঠে এসেছে। এ নিয়ে আজকের পত্রিকায় গত বুধবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
২০০০ সালে গাজীপুরে বনভূমি ছিল ২৩ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশে। ২০০০ সালে শিল্প এলাকা বিস্তৃত ছিল ৯ হাজার ৭৩৬ হেক্টর জমিতে। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৭৭ হেক্টরে। ২০০০ সালে জেলায় মোট জলাভূমি ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ। ২০২৩ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২৭ শতাংশে। এ ছাড়া এ জেলা দিয়ে বয়ে যাওয়া তুরাগ, বালু, বংশী, শীতলক্ষ্যা, চিলাইসহ নদ-নদীগুলো শিল্পবর্জ্যসহ নানামুখী দূষণের শিকার।
এসব তথ্য থেকে স্পষ্ট হচ্ছে, গাজীপুরের ঐতিহ্যবাহী গজারি বন কালের গর্ভে হারিয়ে যাওয়ার পথে। সরকারি সংরক্ষিত গজারি বন দেখভালের দায়িত্ব বন বিভাগের। এসব বন কারও ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারার কথা নয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এসব বন কোনোভাবেই বেদখল হতে পারত না। মূলত শিল্পমালিকেরা বনের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে বন দখলের অপকর্মটি করেছেন বলে অভিযোগ আছে। গাজীপুরে তৈরি পোশাকশিল্পসহ নানা ধরনের শিল্পকারখানা গড়ে উঠেছে। এর বাইরে সেখানে সরকারি অনেক ধরনের প্রতিষ্ঠানও আছে। বন দখল করে শিল্পপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও প্রতিষ্ঠান নির্মাণের কারণে সেখানকার বনভূমি কমে যাচ্ছে। আর সেখানে জলাভূমি কমার অন্যতম কারণ হলো আবাসনশিল্পের ব্যাপক বিস্তৃতি।
আমাদের জীববৈচিত্র্যের আধার হলো বনজঙ্গল, যা ধ্বংস হলে ইকোসিস্টেম ধ্বংস হয়। বন বিনষ্টের ফলে বিভিন্ন পশু-পাখি-প্রাণীও বিলুপ্ত হচ্ছে। অপরিকল্পিত শিল্পদূষণের ফলে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪’ নামে নতুন একটি আইনের খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছিল গত বছর। এ আইনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে-‘...কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড়, নদী, খালবিল ও জলাশয় সুরক্ষাসহ ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমির ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহারে রাষ্ট্রীয় অনুশাসন নিশ্চিত করা।’ আইনটি সম্ভবত এখনো বলবৎ হয়নি।
ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য বন ও জলাধার রক্ষা করার জন্য এই আইনটি বলবৎ করা জরুরি। যাদের কারণে বন ও জলাভূমি ধ্বংস হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।
নগরায়ণ ও শিল্পায়নের চাপে দেশে বন ও জলাশয়ের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। বন ধ্বংস করা হলে সামগ্রিক প্রভাব পড়ে প্রকৃতির ওপর। শুধু প্রকৃতি না, বাস্তুসংস্থানও সংকটের মধ্যে পড়ে। গাজীপুর জেলা হলো গজারি বাগানের জন্য বিখ্যাত। আর এসব গজারির বাগান সংরক্ষিত বনের আওতাভুক্ত। ব্যক্তিগত মালিকানা সেসব বনে থাকার কথা না। কিন্তু গাজীপুরে গত দুই যুগে বনভূমি ও জলাশয় কমে দাঁড়িয়েছে দুই-তৃতীয়াংশে, মানে ৬৬ শতাংশ বনভূমি ধ্বংস করা হয়েছে। ‘রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার (আরডিআরসি)’-এর গবেষণায় এ ভয়াবহ তথ্য উঠে এসেছে। এ নিয়ে আজকের পত্রিকায় গত বুধবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
২০০০ সালে গাজীপুরে বনভূমি ছিল ২৩ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশে। ২০০০ সালে শিল্প এলাকা বিস্তৃত ছিল ৯ হাজার ৭৩৬ হেক্টর জমিতে। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৭৭ হেক্টরে। ২০০০ সালে জেলায় মোট জলাভূমি ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ। ২০২৩ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২৭ শতাংশে। এ ছাড়া এ জেলা দিয়ে বয়ে যাওয়া তুরাগ, বালু, বংশী, শীতলক্ষ্যা, চিলাইসহ নদ-নদীগুলো শিল্পবর্জ্যসহ নানামুখী দূষণের শিকার।
এসব তথ্য থেকে স্পষ্ট হচ্ছে, গাজীপুরের ঐতিহ্যবাহী গজারি বন কালের গর্ভে হারিয়ে যাওয়ার পথে। সরকারি সংরক্ষিত গজারি বন দেখভালের দায়িত্ব বন বিভাগের। এসব বন কারও ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারার কথা নয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এসব বন কোনোভাবেই বেদখল হতে পারত না। মূলত শিল্পমালিকেরা বনের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে বন দখলের অপকর্মটি করেছেন বলে অভিযোগ আছে। গাজীপুরে তৈরি পোশাকশিল্পসহ নানা ধরনের শিল্পকারখানা গড়ে উঠেছে। এর বাইরে সেখানে সরকারি অনেক ধরনের প্রতিষ্ঠানও আছে। বন দখল করে শিল্পপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও প্রতিষ্ঠান নির্মাণের কারণে সেখানকার বনভূমি কমে যাচ্ছে। আর সেখানে জলাভূমি কমার অন্যতম কারণ হলো আবাসনশিল্পের ব্যাপক বিস্তৃতি।
আমাদের জীববৈচিত্র্যের আধার হলো বনজঙ্গল, যা ধ্বংস হলে ইকোসিস্টেম ধ্বংস হয়। বন বিনষ্টের ফলে বিভিন্ন পশু-পাখি-প্রাণীও বিলুপ্ত হচ্ছে। অপরিকল্পিত শিল্পদূষণের ফলে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪’ নামে নতুন একটি আইনের খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছিল গত বছর। এ আইনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে-‘...কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড়, নদী, খালবিল ও জলাশয় সুরক্ষাসহ ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমির ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহারে রাষ্ট্রীয় অনুশাসন নিশ্চিত করা।’ আইনটি সম্ভবত এখনো বলবৎ হয়নি।
ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য বন ও জলাধার রক্ষা করার জন্য এই আইনটি বলবৎ করা জরুরি। যাদের কারণে বন ও জলাভূমি ধ্বংস হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪