Ajker Patrika

সামান্য বৃষ্টিতেই পানিতে থইথই কাচারির মাঠ

মুক্তাগাছা প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৩: ৪৩
সামান্য বৃষ্টিতেই পানিতে থইথই কাচারির মাঠ

কোনো এলাকার জন্য ভূমিসেবার অন্যতম স্থান হলো ইউনিয়ন পরিষদ ভূমি কার্যালয় বা কাচারি। মুক্তাগাছার স্থানীয় বাসিন্দাদের কাছে এটি কাচারি নামেই পরিচিত। প্রতিদিন ভূমিসেবার বিভিন্ন প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের আসতে হয় কাচারিতে। নানা প্রতিবন্ধকতায় এমনিতেই কাচারিতে ভোগান্তির শেষ নেই, তার ওপর আবার সামান্য বৃষ্টি হলেই পানিতে থইথই করে উপজেলার বটতলা কাচারি মাঠ। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছায় চরমে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১১টি কাচারির মধ্যে উল্লেখযোগ্য হলো দাওগাঁও ইউনিয়ন পরিষদ ভূমি কার্যালয়। খাজনা-খারিজ, তল্লাশি, সংশোধনসহ নানা কাজ নিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ এই কার্যালয়ে আসেন। এর পাশেই স্থানীয় হাসপাতাল ও গুরুত্বপূর্ণ বাজার। সব মিলিয়ে ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো বটতলা বাজার। আর এই বাজারের পাশে ভূমি কার্যালয় বা কাচারি মাঠ। অল্প বৃষ্টি হলেই মাঠে জমে হাঁটুপানি। প্রতিদিন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সকল শ্রেণি-পেশার মানুষের আনাগোনা থাকে। জমে থাকা পানির কারণে সেবা নিতে আসা সবাইকে পড়তে হয় ভোগান্তিতে। একদিকে পানিনিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, অন্যদিকে মাঠ নিচু হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি বলে জানিয়েছেন এলাকাবাসী।

হাসিবুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে এই মাঠেই মেলা হয়েছে। এলাকার স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান এই মাঠেই হয়ে থাকে। প্রতি রবি ও বৃহস্পতিবার বাজার বসে। বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসে এই কাচারি মাঠেই। এক দিনের অল্প বৃষ্টিতেই থইথই করছে কাচারি মাঠ। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

মামুন আল গাইয়ুম বলেন, বটতলার এই কাচারি মাঠেই বসে গরুর হাট। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

আব্দুল হাকিম বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে থাকে হাঁটুপানি। কাচারিতে যাওয়াই যায় না।

দাওগাঁও ভূমি কার্যালয়ের নায়েব ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। কাচারির মাঠে পানি জমে থাকার ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা বলেন, বটতলা বাজারের কাচারি মাঠে মাটি ভরাট ও পানিনিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। ভারী বৃষ্টি হলে মাঝেমধ্যেই মাঠে পানি জমে। মাটি ভরাটের জন্য ভূমি অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত