ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে গত ১২ নভেম্বর জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-৩-এ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাজের মালিক শেখ হাফিজুর রহমান। তিনি দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ও বহন করেছেন। এই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির ডিপো সুপারিনটেনডেন্ট আখের আলী বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছি। এ বিষয়ে বিস্তারিত জাহাজের মালিককে জানানো হয়েছে। তিনি শ্রমিকদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের পরিবারে কেউ যোগ্য ব্যক্তি থাকলে তাঁদের জাহাজে চাকরি দেওয়ার কথাও বলেছেন তিনি। দুর্ঘটনাকবলিত জাহাজটি ঝালকাঠিতে আছে। জাহাজটিতে বিদ্যুৎ লাইন ও ইঞ্জিনে ত্রুটি রয়েছে। এ জন্য একই মালিকের সাগর নন্দিনী-২ নামে আরেকটি জাহাজ এসে ক্ষতিগ্রস্ত জাহাজের ডিজেল নামিয়ে নেয়।’ তিনি বলেন, ‘জাহাজের ভেতর থেকে বুধবার ৯ লাখ ২৩ হাজার লিটার ডিজেল খালাস করা হয়েছে।’
সাগর নন্দিনী-২ জাহাজের সুপারভাইজার বেল্লাল হোসেন বলেন, ‘জাহাজ থেকে সব ডিজেল খালাস করা হয়েছে। এখন আমরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। দুর্ঘটনার শিকার জাহাজটি মেরামতের পরে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’
এসএইচআর নেভিগেশন কোম্পানির নির্বাহী পরিচালক মাহাতাবুর রহমান স্বপন বলেন, ‘বিস্ফোরণের সময়ই শ্রমিকেরা দগ্ধ হন। ফলে তাঁরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেননি। জাহাজে থাকা প্রত্যেকেই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেন। জাহাজে ৭টি অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। সবগুলোরই মেয়াদ আছে। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে।’
ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী বলেন, ‘আমি নিজেই জাহাজের মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি নিহত শ্রমিকদের পরিবারকে দ্রুত সহায়তার কথা বলেছেন। আমরা এই ব্যাপারে সার্বিক খোঁজখবর রাখছি। গত ১২ নভেম্বর সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় নোঙর করে রাখা সাগর নন্দিনী-৩ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ঘটনাস্থলেই জাহাজের সুকানি কামরুল ইসলামের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ৫ শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।’
ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির ডিপো সূত্রে জানা যায়, সাগর নন্দিনী-৩ জাহাজে ১৫ লাখ লিটার পেট্রল, অকটেন ও ডিজেল ছিল। ১২ নভেম্বর সকালে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ৮ শ্রমিক তা মেরামতের কাজ শুরু করেন। এ সময় বিস্ফোরণে ইঞ্জিন ও পাম্পকক্ষে আগুন লেগে যায়।
ঝালকাঠির সুগন্ধা নদীতে গত ১২ নভেম্বর জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-৩-এ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাজের মালিক শেখ হাফিজুর রহমান। তিনি দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ও বহন করেছেন। এই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির ডিপো সুপারিনটেনডেন্ট আখের আলী বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছি। এ বিষয়ে বিস্তারিত জাহাজের মালিককে জানানো হয়েছে। তিনি শ্রমিকদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের পরিবারে কেউ যোগ্য ব্যক্তি থাকলে তাঁদের জাহাজে চাকরি দেওয়ার কথাও বলেছেন তিনি। দুর্ঘটনাকবলিত জাহাজটি ঝালকাঠিতে আছে। জাহাজটিতে বিদ্যুৎ লাইন ও ইঞ্জিনে ত্রুটি রয়েছে। এ জন্য একই মালিকের সাগর নন্দিনী-২ নামে আরেকটি জাহাজ এসে ক্ষতিগ্রস্ত জাহাজের ডিজেল নামিয়ে নেয়।’ তিনি বলেন, ‘জাহাজের ভেতর থেকে বুধবার ৯ লাখ ২৩ হাজার লিটার ডিজেল খালাস করা হয়েছে।’
সাগর নন্দিনী-২ জাহাজের সুপারভাইজার বেল্লাল হোসেন বলেন, ‘জাহাজ থেকে সব ডিজেল খালাস করা হয়েছে। এখন আমরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। দুর্ঘটনার শিকার জাহাজটি মেরামতের পরে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’
এসএইচআর নেভিগেশন কোম্পানির নির্বাহী পরিচালক মাহাতাবুর রহমান স্বপন বলেন, ‘বিস্ফোরণের সময়ই শ্রমিকেরা দগ্ধ হন। ফলে তাঁরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেননি। জাহাজে থাকা প্রত্যেকেই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেন। জাহাজে ৭টি অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। সবগুলোরই মেয়াদ আছে। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে।’
ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী বলেন, ‘আমি নিজেই জাহাজের মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি নিহত শ্রমিকদের পরিবারকে দ্রুত সহায়তার কথা বলেছেন। আমরা এই ব্যাপারে সার্বিক খোঁজখবর রাখছি। গত ১২ নভেম্বর সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় নোঙর করে রাখা সাগর নন্দিনী-৩ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ঘটনাস্থলেই জাহাজের সুকানি কামরুল ইসলামের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ৫ শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।’
ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির ডিপো সূত্রে জানা যায়, সাগর নন্দিনী-৩ জাহাজে ১৫ লাখ লিটার পেট্রল, অকটেন ও ডিজেল ছিল। ১২ নভেম্বর সকালে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ৮ শ্রমিক তা মেরামতের কাজ শুরু করেন। এ সময় বিস্ফোরণে ইঞ্জিন ও পাম্পকক্ষে আগুন লেগে যায়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫