Ajker Patrika

বিজয়ের দিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা রেলযাত্রীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৫৬
বিজয়ের দিনে বিনা মূল্যে চিকিৎসাসেবা রেলযাত্রীদের

মহান বিজয় দিবস উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ শতাধিক যাত্রী এ চিকিৎসাসেবা নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ভিত্তিক সংগঠন ‘বাউনবাইরার কতা’ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসাসেবার আয়োজন করে।

মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেক, ওজন মাপা ও ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে সেবা দেওয়া হয়। ডা. মাহবুবুর রহমান এমিল, ডা. সায়ীদা সামিহা ও ড. জিনিয়া আহমেদ চৈতী ছাড়াও সংগঠনে সদস্যরা এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেন।

‘বাউনবাইরার কতা’ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে থাকে। এর মধ্যে করোনার মহামারীতে ফ্রি অক্সিজেন সেবা, হতদরিদ্রদের স্বাবলম্বী করা, প্রবীণ ব্যক্তিদের প্রতি ঈদে ঈদি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া অন্যতম।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসেছিলেন আখাউড়া উপজেলার আজমপুরে নাজমুল করিম চৌধুরী। এসে দেখলেন বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প। ডায়াবেটিসে রোগী নাজমুল করিম চৌধুরী সুযোগটি হাত ছাড়া করলেন না। করিয়ে নিলেন ডায়াবেটিস পরীক্ষা। পরীক্ষার ফলাফলে দেখলেন সব স্বাভাবিক।

আশি বছর বয়সী তারা মিয়া আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ের মেকানিক ডিপার্টমেন্টে চাকরিজীবী ছিলাম। ২০০৮ সালে চাকরি থেকে অবসর নিয়েছি। অবসরের পেনশন তুলতে এসে বিনা মূল্যে চিকিৎসাসেবার খবর পেয়ে চিকিৎসা নিতে এসেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত