Ajker Patrika

তথ্যচিত্রের নতুন দিগন্ত ওটিটি

তথ্যচিত্রের নতুন দিগন্ত ওটিটি

তথ্যচিত্রের প্রতি দর্শকের আগ্রহ নেই, এই বক্তব্য তো ছিলই। পাশাপাশি, প্রদর্শনীর মাধ্যম ছিল অনেকেরই অজানা। বিশ্বের বিভিন্ন দেশের তথ্যচিত্র দেখার উপায় ছিল না বললেই চলে। ওটিটি মাধ্যমগুলো তথ্যচিত্রকে এনেছে সাধারণ দর্শকের নাগালের মধ্যে। ফলে শিক্ষামূলক বিনোদনের চাহিদা তৈরি হয়েছে নতুন করে। তথ্যচিত্রের দর্শক বেড়েছে ৫০ শতাংশের বেশি। মানও উন্নত হয়েছে। ডকুমেন্টারি আসছে ‘ডকুফিচার’ হয়ে।

গল্প হলেও সত্যি
এ বছরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দ্য মিস্ট্রি অব মেরিলিন মনরো’ তথ্যচিত্রটি। মেরিলিন মনরোকে নিয়ে তৈরি হয়েছে। তাঁর সম্পর্কে নানা তথ্য প্রচলিত রয়েছে। রীতিমতো গবেষণা করে তথ্যগুলোর উপস্থাপন ওটিটি প্ল্যাটফর্মে পাওয়া গেল, মানুষ নতুন করে মনরোকে চিনলেন। এর ভিউয়ারশিপ পৃথিবীজুড়ে ছিল আকাশছোঁয়া। একের পর এক অনাথ আশ্রমে ঘোরা, মানসিক ভারসাম্যহীন মা, নির্যাতনের শিকার এই মেয়েটির প্রতি সবার মন ভিজেছে। হতভাগ্য মেরিলিনের সঙ্গে মানুষ আর এক মেয়ের মিল খুঁজে পেয়েছে, তাঁর নাম লেডি ডায়ানা স্পেনসর। রাজপরিবারের পুত্রবধূ ডায়ানার জীবনের করুণ সমাপতন কীভাবে ঘটল, তা বোঝা যায় ‘দ্য স্টোরি অব ডায়ানা’ দেখলে। 

অপরাধীর খোঁজ
‘ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি’ তথ্যচিত্রটি যেমন বিনোদনজগতের মানুষ নয়, বরং আধ্যাত্মিক গুরু রজনীশের কর্মকাণ্ড নিয়ে। মানুষটি শ্রদ্ধেয় নাকি ভণ্ড, এসব প্রশ্নের উত্তর খুঁটিয়ে জানার চেষ্টা এর আগে কখনো হয়নি। ‘ব্যাড বয় বিলিয়নিয়ারস’-এ ভারতের সবচেয়ে বড় স্ক্যাম স্টারদের উত্থান-পতন দেখে আমরা বিস্মিত হই। এই মানুষগুলো সাফল্য, জনপ্রিয়তার শিখরে পৌঁছে কীভাবে অতলে তলিয়ে গিয়েছিলেন, তার দলিল এই তথ্যচিত্রগুলো। ‘হাউস অব সিক্রেটস’-এ বুরারি হত্যাকাণ্ডের আসল ঘটনা আপনাকে চমকে দেবে। কতজনই-বা জানতেন এই কেসগুলোর আদ্যোপান্ত? যেমন ধরুন ‘কালেকটিভ’ তথ্যচিত্রটির বিষয়, রোমানিয়ার স্বাস্থ্যব্যবস্থায় দীর্ঘসময় ধরে চলে আসা দুর্নীতি। যেভাবে যত পরিসরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যবহার করে এই তথ্যচিত্র তৈরি হয়েছে, তা বিস্ময়কর। তথ্যচিত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা নতুন দিগন্তও খুলছে। 

তথ্যচিত্র ‘ব্যাড বয় বিলিয়নিয়ারস’

বড় বাজেটও মেলে
আমেরিকান ইয়ুথ আইকন বিলি আইলিশের আত্মজীবনী ২৫ মিলিয়ন ডলারে কিনেছিল অ্যাপল টিভি। মাত্র ২০ বছরের এই মেয়েটি কীভাবে এত কম বয়সে আইকন হয়ে উঠল, সেটাই মানুষের আকর্ষণের কারণ ছিল। বোঝা গেল, বিতর্কিত কনটেন্ট ছাড়াও অজানা তথ্য জানার জন্যও মানুষ ডকুমেন্টারি দেখেন। এই তালিকায় রাখা যায় ‘ওবামাস আমেরিকা’, ‘ওনট ইউ বি মাই নেইবার’, ‘লেস সিজন’, ‘আর্থ’-এর মতো ব্যয়বহুল সিরিজগুলোকেও।  

উঠে আসে রাজনীতি
‘হাউ টু বিকাম আ টাইরেন্ট’ ডকু সিরিজে হিটলার, স্তালিন থেকে শুরু করে গাদ্দাফি, কিম জং-উনের মতো স্বৈরাচারী শাসকদের অনেক অজানা তথ্য উঠে এসেছে। কয়েকটি ক্ষেত্রে এই প্রত্যেক নেতা যে একই ভুল করেছেন এবং একই পথের ভিন্ন শাখা দিয়ে লক্ষ্যে পৌঁছেছেন, তা দেখলে অনেক ছেঁড়া সুতোই জুড়তে সুবিধা হয়। এ ছাড়া এই তালিকায় রয়েছে ইউক্রেনের রাজনৈতিক জাঁতাকল নিয়ে ‘উইন্টার অন ফায়ার’, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ‘দ্য লাস্ট ডেজ’, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইজ লুলা ডা সিলভা ও দিলমা রুসেফকে নিয়ে ‘দ্য এজ অব ডেমোক্রেসি’, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে ‘মুখ্যমন্ত্রী’র মতো আরও বহু তথ্যচিত্র।

তথ্যচিত্র ‘দ্য মিস্ট্রি অব মেরিলিন মনরো’গুরুত্ব কতটা বাড়ছে
ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি, যারা আগে থেকেই প্রকৃতি এবং বন জীবন নিয়ে নানা ধরনের ডকুমেন্টারি বানাত, তারা এখন নিজেদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। লাভবানও হচ্ছে। আশা করা যায়, যে গতিতে ডকুমেন্টারি ইন্ডাস্ট্রি পানি-হাওয়া-সার পাচ্ছে, তারা খুব দ্রুতগতিতেই মেইনস্ট্রিম বিনোদনের শাখা হিসেবে উঠে আসবে। না, বিনোদন শুধু নয়, শিক্ষাও বটে। বিনোদনের মোড়কে শিক্ষাদানের চেয়ে ভালো আর কী-ইবা হতে পারে। বাংলাদেশের এমনিতেই ওটিটি প্ল্যাটফর্ম হাতে গোনা। এসব প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য কোনো তথ্যচিত্র চোখে পড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত