Ajker Patrika

ছেলের জন্য ভোট চাইছেন শতবর্ষী মা

তিতাস প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ৩৭
ছেলের জন্য ভোট চাইছেন শতবর্ষী মা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে ছেলেকে বিজয়ী করতে প্রচারে মাঠে নেমেছেন শতবর্ষী মা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এবং অলিগলিতে ঘুরে স্থানীয় বাসিন্দাদের কাছে চাইছেন ভোট। এ চিত্র তিতাস উপজেলার ১ নম্বর সাতানী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডে। এ ইউপিতে সদস্য পদে লড়ছেন নাজিম উদ্দীন খন্দকার।

এ ব্যাপারে মা ফয়জন নেছার সঙ্গে কথা বলার সময় আবেগের কান্নায় ভেঙে পড়েন তিনি। মা বলেন, ‘আমার পুত মেম্বরীত খারুইছে। ছেলে যদি পাশ করে তইলে আমি মরলেও শান্তি পামু।’

মা আরও বলেন, ‘আমার স্বামী মধু মিয়া খন্দকার মারা গেছে ৩০ বছর আগে। তিনিও ৩ বার মেম্বরীত খারুইছে পাশ করে নাই। এই বয়সে আমি আমার পুতের লাইগা ভোট চাইতাম আইছি গ্রামের মানুষের কাছে। আল্লায় জানি আমার পুতেরে পাশ করায়।’ তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত