Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

লুৎফা বেগম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলা

১। সমরেশ বসুর ছদ্মনাম কী?

(ক) কালকূট (খ) সনাতন পাঠক

(গ) সুনন্দ (ঘ) কমলাকান্ত

২। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বইটি এখনো পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়?

(ক) ব্যাকরণ কৌমুদী

(খ) বর্ণ পরিচয়

(গ) বাংলা ভাষার ইতিবৃত্ত

(ঘ) সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা

৩। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধিতে ভূষিত হন?

(ক) উপন্যাস সম্রাট

(খ) সাহিত্য রাজ

(গ) সাহিত্য সম্রাট

(ঘ) বঙ্গশ্রেষ্ঠ লেখক

৪। নিচের কোনটি দীনবন্ধু মিত্রের প্রহসন?

(ক) একেই কি বলে সভ্যতা

(খ) সধবার একাদশী

(গ)) এর উপায় কী

(ঘ) বুড়ো সালিকের ঘাড়ে রোঁ

৫। কোন গল্পটি রচনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে?

(ক) ইচ্ছাপূরণ

(খ) একটি পুরাতন গল্প

(গ) মুসলমানের গল্প (ঘ) ভিখারিণী

৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) বঙ্গদর্শন (খ) সবুজপত্র

(গ) বিজলী (ঘ) ভারতী

৭। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী?

(ক) রোকেয়া বেগম

(খ) রোকেয়া খাতুন

(গ) বেগম রোকেয়া

(ঘ) রোকেয়া খাতুন চৌধুরাণী

৮। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ?

(ক) রিক্তের বেদন

(খ) দুর্দিনের যাত্রী

(গ) বাঁধনহারা (ঘ) রুদ্রমঙ্গল

৯। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ উদ্ধৃত অংশটি কোন কবি লিখেছেন?

(ক) মনসুর বয়াতি

(খ) আবদুর রহমান বয়াতি

(গ) শাহ আব্দুল করিম

(ঘ) দ্বিজ কানাই

১0। কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?

(ক) কবিতার কথা (খ) মাল্যবান (গ) সুতীর্থ

(ঘ) বেলা অবেলা কালবেলা

১১। কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে?

(ক) আমরা গিয়েছি

(খ) সেকি গিয়েছিল?

(গ) তুমি যেতে থাকো

(ঘ) সেখানে গিয়ে দেখে এসো

১২। বিকৃত অর্থে ‘অপ’ উপসর্গের উদাহরণ কোনটি?

(ক) অপসংস্কৃতি (খ) অপহরণ

(গ) অপমৃত্যু (ঘ) অপবাদ

১৩। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

(ক) বিরানব্বই (খ) কলের গান

(গ) প্রভাত (ঘ) মাছিমারা

১৪। নিচের কোনটি ‘ঈ’ প্রত্যয়যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?

(ক) ভাগনী (খ) বাঘিনী

(গ) ঠাকুরানী (ঘ) জেলেনি

১৫। কোন সন্ধিবদ্ধ শব্দটি অশুদ্ধ?

(ক) বিপৎসংকুল

(খ) যাচঞা

(গ) হৃদকম্প (ঘ) মন্বন্তর

১৬। ব্যঞ্জনবিকৃতির উদাহরণ কোনটি?

(ক) বড়দাদা > বড়দা

(খ) ফালগুন > ফাগুন

(গ) ধোবা > ধোপা

(ঘ) সকাল > সক্কাল

১৭। কোন বানানটি শুদ্ধ?

(ক) মুমূর্ষ (খ) স্বাতন্ত্র্য

(গ) অপরাহ্ন (ঘ) ব্রক্ষপুত্র

১৮। তৎসম ও ফারসি শব্দের মিলনে নিচের কোন শব্দটি গঠিত হয়েছে?

(ক) হাট-বাজার (খ) রাজা-বাদশা

(গ) ডাক্তারখানা (ঘ) চৌহদ্দি

১৯) জেনেও যে পাপ করে–এর বাক্য সংকোচন কোনটি?

(ক) পাপী (খ) পামর

(গ) পাপীষ্ঠ (ঘ) জ্ঞানপাপী

২০) কোন শব্দটির অর্থ হাতি?

(ক) দ্বিপ (খ) দ্বীপ

(গ) দিপ (ঘ) দীপ

উত্তর: ১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ক।

লেখক: লুৎফা বেগম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত