Ajker Patrika

শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ১৬
শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন

রাজাপুরে সিফাতুল ইসলাম তামিম (১৮) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। তামিম উপজেলা সদরের বাঘরী এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।

গত বুধবার সন্ধ্যায় থানার পশ্চিম পাশের খেলার মাঠ থেকে মোটরসাইকেলে করে তামিমকে তুলে নিয়ে সত্যনগর এলাকার একটি স্কুলের ভেতর আটকে রেখে নির্যাতন করা হয়। নির্যাতনকারী অপু মৃধা উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকার ইদ্রিস মৃধার ছেলে।

আহত তামিম জানান, গত মঙ্গলবার উপজেলার বাইপাস মোড় এলাকায় দুই দল এসএসসি পরীক্ষার্থী সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা করেছিল। এ সময় বিষয়টি বুঝতে পেরে তামিম দুই পক্ষকে ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেন এবং ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে চলে যায়। পরে বুধবার অপু ও তাঁর দুই সহযোগী খেলার মাঠ থেকে তামিমকে তুলে নিয়ে সত্যনগরে আটকে রেখে মারধর করেন। পরে স্বজনেরা তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তামিমের বাবা মো. খলিলুর রহমান বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত অপু মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘আহত যুবকের বাবা রাতে থানায় এসেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি মামলা নেওয়ার মতো হয়, তাহলে মামলা হবে। তা না হলে সাধারণ ডায়েরি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত