Ajker Patrika

দুই ইউপিতে লড়বেন ১১৫ জন

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
দুই ইউপিতে লড়বেন ১১৫ জন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ইউপিতে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত দুই উপজেলায় মোট ১১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদের মধ্যে পশ্চিম আলীরগাঁও ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কবির আহমদ, এরশাদ আলী, গোলাম সরওয়ার, আব্দুস শুকুর, মখলিছুর রহমান, ইজ্জত উল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।

পূর্ব আলীরগাঁও ইউপিতে নৌকা নিয়ে লড়বেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। স্বতন্ত্র হিসেবে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, মো. নাসির উদ্দিন, আহমদ আলী, মো. মোস্তাক আহমদ, আব্দুর রহমান, মনোওয়ার আহমদ, মোহাম্মদ খলিক আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩১ জানুয়ারি এ দুটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

এদিন সারা দেশে মোট ২১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপি নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩১শ জানুয়ারি সোমবার।

এর আগে, গত ২৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত