Ajker Patrika

দস্যুমুক্ত সুন্দরবন দিবসে আত্মসমর্পণ করা দস্যুদের পুনর্বাসন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ২৭
দস্যুমুক্ত সুন্দরবন দিবসে আত্মসমর্পণ করা দস্যুদের পুনর্বাসন

আজ ১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আজ সোমবার বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা সুন্দরবনের সাবেক দস্যুদের পুনর্বাসন সহায়তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন জানান, সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যাবের ব্যবস্থাপনায় পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে আরও থাকবেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‍্যাব-৬ ও র‍্যাব-৮-এর অধিনায়ক, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেখানে পুনর্বাসন সহায়তা পাওয়া ৩২৬ জন সাবেক দস্যু উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁদের হাতে পুনর্বাসন সামগ্রী তুলে দেবেন। পুনর্বাসন সহায়তা হিসেবে তাঁদের বসত ঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদিপশু দেওয়া হবে।

পুনর্বাসন সহায়তার বসত ও দোকান ঘর সুবিধাভোগীদের পছন্দ মতো জায়গায় ইতিমধ্যে র‍্যাবের ব্যবস্থাপনা নির্মাণ করা হয়েছে। তাঁদের হাতে তুলে দেওয়া হবে ঘর ও দোকানের চাবি। আর অনুষ্ঠানস্থলে প্রস্তুত রয়েছে নৌকা-ট্রলার, জাল ও গরু। যা আজ আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দেবেন। এর মধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকিরা পাচ্ছেন গরুসহ নানা সহায়তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত