Ajker Patrika

মৌমাছির আক্রমণে ভ্যান চালকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ২৩
মৌমাছির আক্রমণে ভ্যান চালকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে মৌমাছির আক্রমণে মিজানুর রহমান (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাবিব নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই সময় আমিও্ সাইকেলে করে বাড়ি ফিরছিলাম। তবে, মৌমাছি আমাকে আক্রমণ করেনি। পরে শুনি মিজানুর মারা গেছেন।’

সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অজিয়ার রহমান জানান, মৃত মিজানুর রহমান সাবদারপুর মাঠ পাড়া এলাকায় বাস করতেন। পেশায় ছিলেন একজন ভ্যানচালক। শুক্রবার সকালে তিনি ভ্যান নিয়ে বের হন। বিকেলে বাড়ি ফেরার পথে আন্দোলবাড়িয়া এলাকায় তিনি ও তাঁর ভ্যানে থাকা ছয় যাত্রী মৌমাছির আক্রমণের শিকার হন। ওই অবস্থায় বাড়ি ফেরার পর মিজানুর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর স্বজনেরা তাঁকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ কমল পাল সাগর বলেন, ‘মিজানুর রহমান মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শুরু হয়। একপর্যায়ে তিনি মারা যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত