Ajker Patrika

নির্মমতার শিকার মেছো বিড়াল

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ০১
নির্মমতার শিকার মেছো বিড়াল

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আহত অবস্থায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বেনাপোল বন্দর থানার নামাজগ্রাম বাওড়কান্দা থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন জানান, বেনাপোল বন্দর এলাকা থেকে তিন কিলোমিটার দূরে পাচুয়া বাওড় পাড়ে বাড়ির উঠানে রাতে দুটি বাচ্চা খেলা করছিল। এ সময় মেছো বিড়ালটি সেখানে গেলে বাচ্চা দুটি চিৎকার করতে থাকে। পরে ঘরের লোকজন বের হয়ে বিড়লাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে সেখানে ছুটে গিয়ে বিড়ালটি ধাওয়া করে ধরে ফেলে। এ সময় স্থানীয়দের মারধরের শিকার মোছো বিড়ালটি রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। পরে তাঁরা এটির চার পা এক সঙ্গে করে বেঁধে ফেলে রাখেন।

বণ্য এই প্রাণীটিকে অনেকেই মেছোবাঘ হিসেবে চেনেন। আর এই বাঘের আতঙ্ক থেকেই বিড়াল আকৃতির এই বণ্যপ্রাণীটির ওপর আক্রমণ চালান গ্রামবাসী।

এ দিকে মেছো বিড়ালটি উদ্ধার করে বেনাপোল বন্দর থানায় খবর দিলে পুলিশ এসে বাঘটি নিয়ে যায় বলে জানান গ্রামবাসী।

বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, মেছো বিড়ালটি আটকের খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বেনাপোল বন বিভাগের কাছে মেছো বিড়ালটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত