Ajker Patrika

তিনে ‘তিন’ করার সুযোগ বাংলাদেশের

বোরহান জাবেদ, সিলেট থেকে 
তিনে ‘তিন’ করার সুযোগ বাংলাদেশের

জয় যেভাবেই আসুক, একটা দলের ভেতরের পরিবেশ বদলে দিতে সেটা যথেষ্ট। সাকিব আল হাসান যেমন বলেন, ‘হার তো হারই, সেটা ১ রানে হলেও।’ জয়ও ঠিক এমনই বিষয়। গত পরশু জিতে গতকাল ছুটির মেজাজে ছিল বাংলাদেশ দল। ঐচ্ছিক অনুশীলনও করেননি ক্রিকেটাররা।

তবে বাংলাদেশ দলের টিম হোটেলে গিয়ে বোঝা গেল, ক্রিকেটাররা বেশ নির্ভার। বেশির ভাগই সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন ঘুরতে বেরিয়েছেন। শরীফুল ইসলাম যেমন সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র মিঠাপানির জলাবন রাতারগুল দেখতে গেছেন সস্ত্রীক। হোটেলে ফেরার পথে শরীফুলের হাস্যোজ্জ্বল মুখ দেখা গেল।

তীব্র স্নায়ুচাপ সামলে যেভাবে বাংলাদেশকে জিতিয়েছেন, এমন হাসিখুশি চেহারা তাঁকেই মানায়। শরীফুলসহ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের তিনজন ছিলেন পরশু ম্যাচের কেন্দ্রীয় চরিত্রে। গতকাল বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এ কথাই বলছিলেন শরীফুল, ‘খুব ভালো লাগে যখন সাকিব-মুশফিক-তাসকিন ভাইদের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলি। এখন আমরা তিনজন আছি টি-টোয়েন্টি দলে।

আমরা তাঁদের সঙ্গে অনেকটা বন্ধুর মতো কথা বলি। তাঁরা আমাদের এতটা কাছে করে নিয়েছেন, সহজ মনে হয়। এ কারণে মাঠে প্রভাব পড়ে না। আমাদের মাঠের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে।’

শরীফুল হোটেলে ঢোকার খানিক পরই একাকী বেরিয়ে পড়েন সাকিব আল হাসান। গায়ে সাদা টি-শার্ট, পরনে কালো ট্রাউজার। পানির বোতলে চুমুক দিতে দিতে তাঁর মুখেও হাসির আভা। ব্যস্ত কি না—এক সংবাদকর্মী জিজ্ঞেস করতেই ঠাট্টাচ্ছলে বললেন, ‘আমি একেবারে ফ্রি।’

একটা জয়ের মাহাত্ম্য এখানেই। সাকিবের বাচনভঙ্গি তুলে ধরছিল একটা সুখী পরিবারের ছবি। গত পরশু আফগানদের ১৫৪ রান তাড়া করতে নেমে ৬৪ রানে প্রথম চার ব্যাটার নেই। সেখান থেকে ঘুরে দাঁড়ানো। জয়ের কাছে গিয়ে অ্যান্টি-ক্লাইমেক্স। স্নায়ুক্ষয়ী একেকটা বাঁক পেরিয়ে অতঃপর দুর্দান্ত জয়ের গল্প।

সাকিবের অধীনে দল এমনিতেই উজ্জীবিত দেখায়। তবু আফগানদের বিপক্ষে এই জয় বাংলাদেশ দলকে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলেছে। ক্রিকেটারদের নিজেদের ওপর বিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় হয়েছে। অভিজ্ঞতা আর তারুণ্যের দুর্দান্ত এক মিশ্রণ রয়েছে দলটায়। আগের রাতে মনে রাখার মতো এক জয়ের পর সাকিবদের নির্ভার চেহারাই তো স্বাভাবিক। তবে ঠাট্টার স্থলে সাকিব যতই নিজেকে ‘ফ্রি’ দাবি করুন, এ মুহূর্তে তাঁর চেয়ে ব্যস্ত ক্রিকেটার আর কজন আছেন? খেলা, এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন, যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে যাওয়া-আসা; দুদণ্ড স্থির থাকার সুযোগ কোথায় সাকিবের। এর মধ্যে দুই সংস্করণের অধিনায়ক তিনি। অধিনায়ক হিসেবে সাফল্যের তালিকাও এবার যথেষ্ট উজ্জ্বল। বছরের শুরুতে গত মার্চে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। এ বছরের তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে আর এক ম্যাচ দূরে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে লম্বা বিরতিতে যাওয়ার আগে আজ তিনে ‘তিন’ করে ফেলতে চাইবে সাকিবের দল। বছরের বাকি সময় যে ৫০ ওভার আর টেস্ট নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে বাংলাদেশকে।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশকে ভাবতে হবে বৃষ্টি নিয়েও। সিলেটের আবহাওয়ার রং বদলায় ক্ষণে ক্ষণে। গতকাল রৌদ্রোজ্জ্বল সারা দিনের পর বলা নেই, কওয়া নেই রাতে ঝেপে নামল বৃষ্টি। তবে আবহাওয়ার পূর্বাভাস এতটা অনিশ্চয়তা দিচ্ছে না যে আজ পুরো ম্যাচ ধুয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত