Ajker Patrika

নির্বাচন না হওয়ায় হতাশা

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৪০
নির্বাচন না হওয়ায় হতাশা

সীমানা জটিলতায় আটকে আছে বিশ্বনাথে ইউপি নির্বাচন। পঞ্চম ধাপেও উপজেলার ৫ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। এতে হতাশ হয়েছেন উপজেলার ভোটার ও প্রার্থীরা।

২০১৬ সালের আগস্ট মাসে উপজেলার ৮ ইউপির মধ্যে দশঘর বাদে ৭ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সীমানা জটিলতায় আটকে যায় দেওকলস ইউপি নির্বাচন। জটিলতা না থাকায় বাকি ৬ ইউপি লামাকাজী, খাজাঞ্চি, অলংকারি, রামপাশা, বিশ্বনাথ সদর ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। সর্বশেষ সীমানা নির্ধারণ জটিলতা কটিয়ে ২০১৯ সালে দশঘরের নির্বাচনও সম্পন্ন হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হলেও পঞ্চম ধাপের তফসিল ঘোষণার তালিকায় নেই ৭ ইউপির নাম। ওই ৭ টির মধ্যে বিশ্বনাথ সদর, দেওকলস, দৌলতপুর, রামপাশা ও অলংকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন আটকে আছে পৌরসভার কারণে। ওই পাঁচ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ভেঙে পৌরসভায় অন্তর্ভুক্ত করার কারণে ওই ঝামেলা দেখা দিয়েছে। ২০২০ সালের ৫ ডিসেম্বর নবগঠিত বিশ্বনাথ পৌরসভার যাত্রা শুরু হলেও আজ পর্যন্ত ভোটার তালিকা পুনর্নির্ধারণ বা পুনর্বিন্যাস করা হয়নি। বাকি দুটি ইউপি লামাকাজী ও খাজাঞ্চিতে কোনো জটিলতা না থাকলেও পঞ্চম ধাপের তফসিল তালিকায় নেই এ দুটি ইউনিয়ন পরিষদের নাম। তাই নির্বাচনের অপেক্ষার প্রহর কাটছে না জনসাধারণের।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন, ‘পৌরসভার ভোটার তালিকা পুনর্বিন্যাসের জন্য কমিশন থেকে নির্দেশনা এসেছে। পৌরসভার পর সংশ্লিষ্ট ওই পাঁচ ইউনিয়নেরও ভোটার তালিকা পুনর্নির্ধারণ বা পুনর্বিন্যাস করার জন্য চিঠি আসছে। আমরা লোক নিয়োগ দিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত