Ajker Patrika

হজ কাদের জন্য ফরজ

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ১৮ মে ২০২২, ১৭: ৫০
হজ কাদের জন্য ফরজ

হজ ইসলামের অন্যতম মৌলিক ফরজ। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের মধ্যে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ করেছেন। এরশাদ হয়েছে, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ।’ (সুরা আলে-ইমরান: ৯৭)

হজযাত্রীরা আল্লাহর মেহমান। রাসুল (সা.) এরশাদ করেন, ‘হজ ও ওমরাহকারীরা আল্লাহর দাওয়াতি যাত্রীদল। তাঁরা আল্লাহর দরবারে দোয়া করলে তিনি তা কবুল করেন। আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাঁদের ক্ষমা করে দেন।’ (মিশকাত)

হজ ফরজ হওয়ার জন্য সাধারণভাবে পাঁচটি শর্ত আছে। এক. মুসলিম হওয়া। দুই. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। তিন. প্রাপ্তবয়স্ক হওয়া। চার. স্বাধীন হওয়া। পাঁচ. দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। দৈহিকভাবে সামর্থ্যবান হওয়ার অর্থ হলো শরীর সুস্থ হওয়া এবং কাবাঘর পর্যন্ত সফরের কষ্ট সইতে সক্ষম হওয়া। আর আর্থিকভাবে সামর্থ্যবান হওয়ার অর্থ হলো, হজের মৌসুমে কাবাঘরে আসা-যাওয়া করার মতো অর্থের মালিক হওয়া। ঋণ ও অধীনস্থ মানুষের খরচ এই হিসাব থেকে বাদ দিতে হবে। আর নারীদের জন্য অতিরিক্ত শর্ত হলো, হজের সফরে একজন প্রাপ্তবয়স্ক মাহরাম সঙ্গে থাকা।

এসব শর্ত পাওয়া গেলে একজন মুমিন মুসলমানের জন্য হজ আদায় করা ফরজ হয়ে যায়। ফরজ হওয়ার পর হজ করতে দেরি করা উচিত নয়। তবে মৃত্যুর আগে আদায় করলেও ফরজ আদায় হবে।

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত