Ajker Patrika

শিশুদের জন্য ঈদ আয়োজন

আপডেট : ০১ মে ২০২২, ১৯: ৪৯
শিশুদের জন্য ঈদ আয়োজন

আট পর্বের ছোট কাকু
ফরিদুর রেজা সাগরের সিরিজ উপন্যাস ‘ছোট কাকু’ অবলম্বনে আফজাল হোসেন নির্মিত আট পর্বের ধারাবাহিক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’। চ্যানেল আইয়ে প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিট। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, তুষার খান প্রমুখ। 

৩ পর্বের সিসিমপুর
প্রতিবারের মতো এবারের ঈদেও ছোট্ট বন্ধুদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’। প্রচার হবে বিটিভিতে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।

দুই এ দুই এ ৪ 
গোয়েন্দা গল্প নিয়ে হাসি ও আনন্দের নাটক ‘দুই এ দুই এ ৪’। রচনা মাতিয়া বানু শুকু, পরিচালনায় যুবরাজ খান। দেখা যাবে ঈদের দিন দুপুর ১২টায় ও রাত সাড়ে ৮টায় দুরন্ত টিভিতে।

লাল কোহিনূর
লালপরি মানুষের কল্যাণে কাজ করে, অন্যদিকে নীলপরি মন্দ কাজের মাধ্যমে মানুষের অকল্যাণ করে। শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের রচনা ও নিমা রহমানের পরিচালনায় পুতুল নাটক ‘লাল কোহিনূর’ দেখা যাবে দুরন্ত টিভিতে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে। 

দ্য বস বেবি
মা-বাবাকে সঙ্গী করে খুব ভালো কাটছিল ৭ বছর বয়সী টিমের শৈশব। সবার খুব আদরের সে। এর মাঝে হঠাৎ এক ছোট্ট শিশুর আগমন ঘটে তাদের বাসায়। টিম জানতে পারে শিশুটি তার ছোট ভাই। শুরু হয় দুই ভাইয়ের খুনসুটি। দুরন্ত টিভির সিনেমা ‘দ্য বস বেবি’ দেখা যাবে ঈদের ৩য় দিন রাত ১০টায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত