বাপ্পি শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়ায় আলোক ফাঁদ ব্যবহার করে আমনখেতের ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমন করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষকেরা খেতে এ আলোক ফাঁদ স্থাপন করেছেন। এতে কমছে কীটনাশকের ব্যবহার। বাড়ছে ফলন। পাওয়া যাচ্ছে বিষমুক্ত ফসল।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের মধ্যে দিন দিন এ আলোক ফাঁদ ব্যবহারে আগ্রহ বাড়ছে। এ পদ্ধতিতে খেতের পোকামাকড় দমনসহ ধানে ক্ষতিকর কী কী পোকা আক্রমণ করে সেটি জানা যায়। এ ছাড়া সেটি পর্যবেক্ষণ ও শনাক্ত করা যায়। উপজেলা ১৮টি ও একটি পৌরসভায় ৫৫টি ব্লকে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। ধান পাকা পর্যন্ত খেতে এই আলোকফাঁদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান কৃষি কর্মকর্তারা।
সরেজমিনে ঢেমুশিয়া ইউনিয়নের আমনখেতে দেখা যায়, খেতের আইলে তিনটি খুঁটি বসানো হয়েছে। এর ওপর বৈদ্যুতিক বাতি ঝোলানো। বাতির নিচে একটি পানিভর্তি পাত্রে রাসায়নিক ও ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখা। রাতে বাতি জ্বালানোর পর ক্ষতিকর পোকা এসে পানিতে পড়ে মারা যাচ্ছে। এভাবে কৃষকেরা আলোর ফাঁদ ব্যবহার করে ফসলি জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করছেন।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষে ৫৫টি ব্লকে ৩৮৫টি আলোকফাঁদ স্থাপন করা হয়েছে। পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
হারবাং ইউনিয়নের কমরমুহুরীপাড়া গ্রামের কৃষক নেজাম উদ্দীন বলেন, ‘আলোক ফাঁদ সহজলভ্য পদ্ধতি। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। এর মাধ্যমে কৃষকেরা খুব সহজেই খেতের পোকামাকড় নির্ণয় করে নিধন করতে পারেন। এতে খরচ অনেক কমে এসেছে।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তাসনিম আলম মুন্না বলেন, ‘ইতিমধ্যে কিছু ইউনিয়নে আগাম ধান কাটা শুরু। বেশির ভাগ ইউনিয়ন ধানের শিষ বের হয়েয়ে। শিষ বের হওয়ার পর কিছু ক্ষতিকর ঘাসফড়িং জাত ও মাজরাসহ কয়েক প্রজাতির পোকা খেতে আক্রমণ করে। মূলত ক্ষতিকর পোকা উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদ ব্যবহার করা হয়। এ পদ্ধতি ধান কাটা পর্যন্ত চলবে।’
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, ‘উপজেলার ৫৫টি ব্লকে কৃষি অফিসের সার্বিক নির্দেশনায় কৃষকেরা আলোকফাঁদ ব্যবহার করছেন। এটি পরিবেশবান্ধব। এ পদ্ধতিতে খুব সহজেই খেতের পোকামাকড় শনাক্ত ও দমন করা যায়।
কক্সবাজারের চকরিয়ায় আলোক ফাঁদ ব্যবহার করে আমনখেতের ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমন করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষকেরা খেতে এ আলোক ফাঁদ স্থাপন করেছেন। এতে কমছে কীটনাশকের ব্যবহার। বাড়ছে ফলন। পাওয়া যাচ্ছে বিষমুক্ত ফসল।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের মধ্যে দিন দিন এ আলোক ফাঁদ ব্যবহারে আগ্রহ বাড়ছে। এ পদ্ধতিতে খেতের পোকামাকড় দমনসহ ধানে ক্ষতিকর কী কী পোকা আক্রমণ করে সেটি জানা যায়। এ ছাড়া সেটি পর্যবেক্ষণ ও শনাক্ত করা যায়। উপজেলা ১৮টি ও একটি পৌরসভায় ৫৫টি ব্লকে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। ধান পাকা পর্যন্ত খেতে এই আলোকফাঁদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান কৃষি কর্মকর্তারা।
সরেজমিনে ঢেমুশিয়া ইউনিয়নের আমনখেতে দেখা যায়, খেতের আইলে তিনটি খুঁটি বসানো হয়েছে। এর ওপর বৈদ্যুতিক বাতি ঝোলানো। বাতির নিচে একটি পানিভর্তি পাত্রে রাসায়নিক ও ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখা। রাতে বাতি জ্বালানোর পর ক্ষতিকর পোকা এসে পানিতে পড়ে মারা যাচ্ছে। এভাবে কৃষকেরা আলোর ফাঁদ ব্যবহার করে ফসলি জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করছেন।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষে ৫৫টি ব্লকে ৩৮৫টি আলোকফাঁদ স্থাপন করা হয়েছে। পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
হারবাং ইউনিয়নের কমরমুহুরীপাড়া গ্রামের কৃষক নেজাম উদ্দীন বলেন, ‘আলোক ফাঁদ সহজলভ্য পদ্ধতি। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। এর মাধ্যমে কৃষকেরা খুব সহজেই খেতের পোকামাকড় নির্ণয় করে নিধন করতে পারেন। এতে খরচ অনেক কমে এসেছে।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তাসনিম আলম মুন্না বলেন, ‘ইতিমধ্যে কিছু ইউনিয়নে আগাম ধান কাটা শুরু। বেশির ভাগ ইউনিয়ন ধানের শিষ বের হয়েয়ে। শিষ বের হওয়ার পর কিছু ক্ষতিকর ঘাসফড়িং জাত ও মাজরাসহ কয়েক প্রজাতির পোকা খেতে আক্রমণ করে। মূলত ক্ষতিকর পোকা উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদ ব্যবহার করা হয়। এ পদ্ধতি ধান কাটা পর্যন্ত চলবে।’
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, ‘উপজেলার ৫৫টি ব্লকে কৃষি অফিসের সার্বিক নির্দেশনায় কৃষকেরা আলোকফাঁদ ব্যবহার করছেন। এটি পরিবেশবান্ধব। এ পদ্ধতিতে খুব সহজেই খেতের পোকামাকড় শনাক্ত ও দমন করা যায়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫