Ajker Patrika

১২ সেকেন্ডে খোলা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১২: ০০
১২ সেকেন্ডে খোলা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট

প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যা দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদারীপুরে সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘দেশে দিন দিন ইন্টারনেটসেবা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। যা দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে। এটা ইন্টারনেট ব্যবহারের সুফলে হচ্ছে। আগের চেয়ে ইন্টারনেটের সেবার মানও বেড়ে পাচ্ছে। আমরা অন্য দেশের তুলনায় আরও এগিয়ে যাচ্ছি।’

চেয়ারম্যান আরও জানান, বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারকারী হিসেবে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা নেট দুনিয়ার অর্জন। তা ছাড়া এখন অনিয়ম আর চোর বাটপার ধরতে বেগ পেতে হবে না, মোবাইল চুরি করলেই ধরা খাবে। অচিরেই প্রযুক্তি মানুষের সর্বোত্তম বন্ধু হয়ে উঠবে।

মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সিভিল সার্জন আলমগীর হোসেন।

মাদারীপুরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, স্কুল ও কলেজের শিক্ষক, বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত