Ajker Patrika

রসুলপুরে সদস্য পদে জয় শাহে আলমের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
রসুলপুরে সদস্য পদে জয় শাহে আলমের

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে তালা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাহে আলম ব্যাপারী।

এর আগে তৃতীয় ধাপে চরফ্যাশন উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়। এর মধ্যে রসুলপুর ইউনিয়নে দুই সদস্য পদপ্রার্থীর নির্বাচনী ফলাফল সমান হয়। এ কারণে গতকাল আবার দুই সদস্য পদপ্রার্থীর নির্বাচন হয়েছে।

মঙ্গলবার রসুলপুর ইউনিয়নের দুটি ভোট কেন্দ্রে এই নির্বাচন হয়। ভোট কেন্দ্রগুলো হলো-ফরাজির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ. কে. শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট গণনা শেষে দেখা যায়,

প্রার্থী শাহে আলম ব্যাপারী তালা প্রতীকে ১১৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান টিউবওয়েল প্রতীকে ১০৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ভোটকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ছিল। মাঠে ছিল পুলিশ, আনসার, র‍্যাব ও কোস্টগার্ড সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত