নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশির ভাগ এলাকা। এই কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, বাংলাদেশ সময় গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯.৫ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে।
গতকাল ভোরে ঢাকার উঁচু ভবনগুলো হঠাৎই দুলে ওঠে। এতে অনেকেই ঘুম ভেঙে যায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সেই অভিজ্ঞতার কথা কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেনও। আবার অনেকে ঘরের জিনিসপত্র কাঁপতে থাকার ভিডিও শেয়ার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগেও এ দিন ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকার একটি চারতলা ভবন হেলে পড়েছে। রহমান ভিলা নামের ওই ভবনটি আগেই কিছুটা হেলে ছিল। গতকাল শুক্রবার সকালের ভূমিকম্পের পর সেটি আরও হেলে পাশের আরেকটি পাঁচতলা ভবনের গায়ে ঠেকেছে। এ ছাড়া অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতের পশ্চিমবঙ্গ, ভুটান ও চীনের কিছু এলাকা থেকেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমারের প্লেট বাউন্ডারি লাইনে একটি মাইক্রো প্লেটের কাছাকাছি বার্মা ‘সেগিং ফল্টে’ এ ভূমিকম্প হয়েছে। এটা মাঝারি ধরনের ভূমিকম্প। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৩৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। ভারতের মিজোরামের সাইহা থেকে ওই এলাকার দূরত্ব ৬৩ কিলোমিটারের মতো। ভূমিকম্পের উৎপত্তিস্থল দূরে হওয়ায় বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশির ভাগ এলাকা। এই কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, বাংলাদেশ সময় গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯.৫ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে।
গতকাল ভোরে ঢাকার উঁচু ভবনগুলো হঠাৎই দুলে ওঠে। এতে অনেকেই ঘুম ভেঙে যায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সেই অভিজ্ঞতার কথা কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেনও। আবার অনেকে ঘরের জিনিসপত্র কাঁপতে থাকার ভিডিও শেয়ার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগেও এ দিন ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকার একটি চারতলা ভবন হেলে পড়েছে। রহমান ভিলা নামের ওই ভবনটি আগেই কিছুটা হেলে ছিল। গতকাল শুক্রবার সকালের ভূমিকম্পের পর সেটি আরও হেলে পাশের আরেকটি পাঁচতলা ভবনের গায়ে ঠেকেছে। এ ছাড়া অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতের পশ্চিমবঙ্গ, ভুটান ও চীনের কিছু এলাকা থেকেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমারের প্লেট বাউন্ডারি লাইনে একটি মাইক্রো প্লেটের কাছাকাছি বার্মা ‘সেগিং ফল্টে’ এ ভূমিকম্প হয়েছে। এটা মাঝারি ধরনের ভূমিকম্প। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৩৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। ভারতের মিজোরামের সাইহা থেকে ওই এলাকার দূরত্ব ৬৩ কিলোমিটারের মতো। ভূমিকম্পের উৎপত্তিস্থল দূরে হওয়ায় বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫