Ajker Patrika

বিশেষ মানুষদের নিয়েজমল শিল্প উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশেষ মানুষদের নিয়েজমল শিল্প উৎসব

রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে নানা ধরনের স্টল। তার একটিতে মিলল শহীদজননী জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইয়ের ছয়টি খণ্ড। শুনে আশ্চর্য লাগতে পারে। কারণ, এই বই ছয় খণ্ডের না। তবে এবার বইটি বিশেষভাবে ছয় খণ্ডে সাজানো হয়েছে, বিশেষ মানুষদের জন্য।

ব্রেইল পদ্ধতিতে বইটি তৈরি করা হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। পুরো মাঠে  যত স্টল আছে, সবই প্রতিবন্ধীদের নিয়ে। এতে উঠে এসেছে তাঁদের জীবনযাত্রার নানা খবর। কোনোটাতে তাঁদের তৈরি শিল্প, কোনোটাতে খাবার বা অন্য কিছু।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব উপলক্ষে সাজানো হয়েছে এসব স্টল। এই উৎসবের প্রথম দিনে পুরো শিল্পকলা একাডেমি হয়ে উঠেছিল শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রমকারী মানুষের মিলনমেলা।

‘সকলের সঙ্গে সকলে মিলে মানবিক বিশ্ব গড়ব’ স্লোগানে এই উৎসবের যৌথ আয়োজক নাট্যসংগঠন ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল। এতে সহযোগিতা করেছে প্রতিবন্ধীদের নাট্যসংগঠন সুন্দরম এবং আইআইডি নামের একটি গবেষণা প্রতিষ্ঠান।

দুই দিনব্যাপী আয়োজনের শুরুটা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির লবিতে প্রতিবন্ধী শিল্পীদের চারুকলা ও হস্তশিল্পসামগ্রীর প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে। ‘অদম্য’ নামের এই প্রদর্শনীর উদ্বোধক ছিলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।

‘অদম্য’ প্রদর্শনীতে রয়েছে শিল্পী নার্গিস পলির মিশ্র মাধ্যমে আঁকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর চিত্রকর্ম। এই চিত্রকর্মে ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এতে হাত বুলিয়ে শিল্পকর্মটি উপলব্ধি করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনান গাজীপুরের মৌচাকের দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী মোহন সরকার।

প্রদর্শনী উদ্বোধনের পর নাট্যশালা ভবনের ষষ্ঠ তলায় অনুষ্ঠিত হয় ‘শিল্পে প্রতিবন্ধিতার প্রতিনিধিত্ব’ শীর্ষক সেমিনার। এরপরে বিকেলে জাতীয় নাট্যশালার মূল হলে বসে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, যাঁরা নানা রকম প্রতিবন্ধিতায় আক্রান্ত, তাঁরা সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। সুযোগ করে দিলে নান্দনিক মননশীলতার চর্চায় তাঁরা এগিয়ে যেতে পারেন। এই উৎসব বলে দেয় সমাজের আর সব মানুষের মতো তাঁরাও দারুণ শিল্প নির্মাণ করতে পারেন।

উৎসব পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বলেন, রাষ্ট্র ও সামাজিক কাঠামো এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতন ও সহমর্মী করে তুলে সারা দেশে প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা গড়ে তোলা এবং এ প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা প্রয়োজন, যেখানে মানুষের প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মানুষ শুধু মানুষ হিসেবে পরিণতি পাবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল, গ্রেআই থিয়েটার কোম্পানির আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিলি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর (ইন্টেরিম) শ্যানন ওয়েস্ট এবং আইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদ।

উদ্বোধনী আয়োজন শেষে মঞ্চায়িত হয় প্রতিবন্ধী শিল্পীদের অভিনয়ে পাঁচটি নাটক। এগুলো হলো সুন্দরম প্রযোজনা ‘নৈঃশব্দ্যে-৭১’, সুন্দরম চট্টগ্রামের ‘স্বপ্ন কাহন’, বরিশালের ‘সার্কাস সার্কাস’, খুলনার ‘অতঃপর করিম বাওয়ালী’ ও রংপুরের ‘ত্রিবেণি’।

আজ দ্বিতীয় দিনে চিত্রশালা মিলনায়তনে বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থাকবে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়া একাডেমির মাঠে বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে প্রতিবন্ধী শিল্পীদের তৈরি শিল্প সমাহার প্রদর্শনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত