Ajker Patrika

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৪: ৫১
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

সীমান্তের ওপারে ভারতের সিতাইয়ের সাতভান্ডারিতে গুলির এ ঘটনায় ভারতীয় গ্রামবাসীও ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছেন আজকের পত্রিকার কলকাতা প্রতিনিধি। সেখানকার গণমাধ্যমের খবর অনুযায়ী গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন ভারতীয় নাগরিক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০)।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, নিহত বাংলাদেশিদের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, ইদ্রিস, ভাসানীসহ স্থানীয় কয়েকজন বাংলাদেশি বৃহস্পতিবার রাতে ভারতীয়দের সহযোগিতায় সীমান্তের ওপারে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে ভাসানী ও ইদ্রিস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। লাশ ফেলে অন্যরা পালিয়ে আসেন।

এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘এলাকার লোকজনের কাছ থেকে ঘটনাটি শুনেছি।’

ক্ষুব্ধ ভারতীয় গ্রামবাসী সীমান্তে বিএসএফের গুলিতে তিনজনের মৃত্যুতে ভারতীয় সীমান্তবর্তী গ্রামে লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয় বিধায়ক উদয়ন গুহ।

ভারতে বিএসএফের কাজের এখতিয়ার বৃদ্ধি করা নিয়ে বিতর্ক চলছে। এখন শুধু সীমান্ত এলাকাতেই তাদের যাবতীয় কার্যকলাপ থাকলেও ভারত সরকার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত তল্লাশি ও অভিযানের ক্ষমতা দিচ্ছে বাহিনীটিকে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

পশ্চিমবঙ্গসহ একাধিক সরকার বিএসএফের এই অতিরিক্ত ক্ষমতার বিরোধী। কংগ্রেসশাসিত পাঞ্জাব ইতিমধ্যেই বিএসএফের হাতে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাস করেছে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল পশ্চিমবঙ্গ সফরে আসেন ভারতের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। তাঁর কাছে বিএসএফের কাজকর্ম নিয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানাতে পারে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত