Ajker Patrika

আ.লীগের নারী চেয়ারম্যান প্রার্থীর ঝুলিতে ৯৯ ভোট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ৪০
আ.লীগের নারী চেয়ারম্যান প্রার্থীর ঝুলিতে ৯৯ ভোট

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা পেয়েছেন মাত্র ৯৯ ভোট। এই ইউপিতে ৩ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মক্কি ইকবাল হোসেন। মক্কি ইকবাল এই ইউপির বর্তমান চেয়ারম্যান।

বিজয়ী মক্কি ইকবাল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজল উর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩১৩ ভোট।

ভরাডুবির কারণ হিসেবে দলীয় নেতা–কর্মীদের অসহযোগিতা ও প্রকাশ্যে বিরোধিতার অভিযোগ করেন জন্নাতুল বকেয়া রেখা। তিনি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।

জন্নাতুল বকেয়া রেখা বলেন, ‘দলের নেতা–কর্মীরা প্রকাশ্যে-গোপনে আমার বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় কেউই তা মেনে নিতে পারেননি। তবে শুরুতেই জনগণের ব্যাপক সাড়া পেয়েছিলাম।’

রেখা আরও বলেন, ‘যাঁরা আমার বিরোধিতা করেছেন তাঁদের খন্দকার মোশতাকের অনুসারী হিসেবে মনে করছি। তাঁরা প্রকাশ্যে নৌকার বিরোধিতা করেছেন। নৌকার বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন। আমি এই বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেব।’

জানা গেছে, ২০১৬ সালে ইউপি নির্বাচনে কৈয়ারবিলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী। ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মক্কি ইকবাল হোসেনের কাছে হেরে যান তিনি। তবে দুজনই কেউ এবার দলের মনোনয়ন চাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত