Ajker Patrika

টিকা নিতে গিয়ে ভোগান্তি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১: ৪৯
টিকা নিতে গিয়ে ভোগান্তি

মৌলভীবাজারের কুলাউড়ায় খুদেবার্তাও টিকা পেলেন না অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা না পেয়ে ফেরত গেলেন পাঁচ শতাধিক মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভোগান্তির শিকার মানুষ অভিযোগ করে বলেন, খুদেবার্তা পেয়ে টিকা নিতে বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান। সেখানে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাননি। হঠাৎ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা শেষ হয়ে যাওয়ার কথা জানিয়ে গেট বন্ধ করে দেন।

উপজেলার বরমচালের মোছা. স্বপ্না বেগম, জাহানারা বেগম, রোকেয়া বেগম, ব্রাহ্মণবাজারের উত্তম গোয়ালা, কুলাউড়া সদর ইউনিয়নের ইয়াছিন স্বপন, জাহেদা বেগম, শরীফপুর ইউনিয়নের রোফজান বেগম, কাদিপুরের মিজানুর রহমান, হালিমা বেগমসহ অর্ধশতাধিক ভুক্তভোগী বলেন, বুধবার রাতে মোবাইলে ম্যাসেজ পাই টিকা দেওয়ার। ম্যাসেজে ৩০ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে এসে টিকা দেওয়ার কথা জানানো হয়। সকাল থেকে এসে অপেক্ষা করে টিকা পাইনি। টিকা শেষ হয়ে যাওয়ার কথা হঠাৎ জানান কর্তৃপক্ষ। আবার কবে টিকা দিতে পারবা সেটাও দায়িত্বরত কেউ বলতে পারছেন না।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১৩টি ইউনিয়নে ৯ হাজার ৪৪০ ডোজ করোনার টিকা বরাদ্দ হয়। এর মধ্যে ৭০০ ডোজ করে কর্মধা ও জয়চণ্ডী ইউনিয়নে এবং বাকি ১১ ইউনিয়নে ৬০০ ডোজ করে গণটিকার জন্য বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুদিনে মোট ১৯ হাজার ৪৪০ ডোজ গণটিকার জন্য বরাদ্দ হয়।

কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘আমার ইউনিয়নে ৭০০ ডোজ গণটিকা বরাদ্দ হয়েছে। কিন্তু প্রায় ৪-৫ হাজার মানুষ টিকাকেন্দ্রে এসে টিকা পায়নি।’

রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বলেন, ‘আমার ইউনিয়নে ৬০০ ডোজ গণটিকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ম্যাসেজ পাওয়া অনেক মানুষ টিকা না পেয়ে ফিরত গেছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, ‘আগে ম্যাসেজ পেয়েও অনেকে নির্দিষ্ট তারিখে টিকা গ্রহণ করেননি। নতুন ও পুরোনো ম্যাসেজপ্রাপ্তরা একসঙ্গে আজকে এসে হাসপাতালে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত