Ajker Patrika

তিতের চাওয়া ‘শান্তি’

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১০: ৩২
তিতের চাওয়া ‘শান্তি’

২০০২ সালের পর থেকে প্রতি বিশ্বকাপে ব্রাজিল আসে ফেবারিটের তকমা নিয়ে। কিন্তু বিদায়টা হয় একরাশ হতাশা জড়িয়ে। ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ-খরা সমর্থকদের জন্য বেশ হতাশার। তবে এবার মনে হচ্ছে সেই আক্ষেপ মিটবে। অন্তত সেলেসাও কোচ তিতে দিচ্ছেন সেই ভরসাই।

২০১৬ সাল থেকে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানো তিতের এটি দ্বিতীয় বিশ্বকাপ। চার বছর আগে তাঁর কৌশলে রাশিয়ায় কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেনি পাঁচবারের বিশ্বসেরা দলটি। এক বিশ্বকাপে ব্যর্থ হয়ে পরের আসরে আবারও কোচের দায়িত্বে টিকে থাকা, ব্রাজিলের মতো ফুটবলপাগল দেশে ব্যতিক্রম ঘটনা বটে! ব্যর্থ হলেও রাশিয়া বিশ্বকাপে তিতে দেখিয়েছিলেন, পর্যাপ্ত সময় পেলে শিরোপা জেতানোর মতো একটা দল গড়ার সামর্থ্য আছে তাঁর। গত চার বছরে ৫০ ম্যাচে ৩৮ জয়ের বিপরীতে মাত্র তিন হার সাক্ষ্য দিচ্ছে, ৬১ বছর বয়সী কোচের হাত ধরে এবার খরা কেটেই যেতে পারে ব্রাজিলের।

 রাশিয়ার হতাশা থেকে নিজেও শিখেছেন তিতে। এখন তিনি ক্ষোভ দেখাতে পারেন, দলকে খোলামেলাভাবে বলতে পারেন নিজের যেকোনো মতামত। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেছেন, ‘চার বছর আগে আমি অনেক বোকা আর অনভিজ্ঞ ছিলাম। খেলোয়াড়দের বলতাম, তাঁরা যেন ভিআর নিয়ে, রেফারিং নিয়ে কোনো অভিযোগ না করে। এখন আমরা জানি, রেফারি ভুল করলে ভদ্রভাবে অভিযোগ করা সম্ভব।’

দলকে নিয়ন্ত্রণ করতে যেমন শিখেছেন তিতে, তেমনি জেনেছেন বিশ্বকাপ জিততে হলে খেলোয়াড় নয়, একটা দল হয়ে খেলতে হবে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল, যাদের চোট সমস্যা নেই। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় বিশ্বকাপে খেলতে এসেছেন প্রতিটি খেলোয়াড়।

বিশ্বকাপ জিততে পারবেন কি না, জানেন না তিতে। তিনি চান শান্তি। আর ব্রাজিলকে শান্তি দিতে পারে শুধু শিরোপা, ‘জিতব কি না জানি না। আমি শুধু চাই শান্তি। কিছু বিষয় আছে, যা আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেরাটা দিলে অবশ্যই আমাদের স্বপ্নপূরণ সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত