Ajker Patrika

‘সমাজচ্যুত’ করার পর মুচলেকায় দায় স্বীকার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ২৬
‘সমাজচ্যুত’ করার পর মুচলেকায় দায় স্বীকার

মৌলভীবাজারের কুলাউড়ায় উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ায় নুরুননাহার চৌধুরী ঝর্ণার পরিবারকে ‘সমাজচ্যুত’ করার দায় স্বীকার করে মুচলেকা দিয়েছেন স্থানীয় ভাটেরা বাজার মসজিদ পঞ্চায়েত কমিটির নেতারা। সামাজিক সংহতি বজায় রেখে চলতে সম্মত হয়েছেন সংশ্লিষ্টরা।

নিজেদের সমাজচ্যুত করার অভিযোগে গত সোমবার ঝর্ণার বাবা হাজি আব্দুল হাই চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ভাটেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মসজিদ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারকে নিয়ে বৈঠক করেন ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী।

গতকাল বুধবার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদে দুই পক্ষের উপস্থিতিতে বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি শামসুল ইসলাম মাখন ও সম্পাদক আমীন আলী। মেয়েটির বাবাও তাঁদের ক্ষমা করে দিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ রকম কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে মসজিদ কমিটির সব সদস্য মুচলেকা দিয়েছেন। ঝর্ণার পরিবারও এতে সন্তুষ্ট হয়েছে। তাঁদের সন্তুষ্টির বিষয়টি তাঁরাও লিখিতভাবে জানিয়েছেন।’

ভুক্তভোগীর স্বজনেরা জানান, উপজেলার ভাটেরার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাজি আব্দুল হাই চৌধুরীর দুই ছেলে ও তিন মেয়ে। এর মধ্যে ঝর্ণা চৌধুরী দ্বিতীয় সন্তান। গত ডিসেম্বরে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রে তাঁর স্বাধীন চলাফেরার খবরে স্থানীয় মসজিদ পঞ্চায়েত কমিটি গত শুক্রবার ঝর্ণার বাবাকে ডেকে পাঠায়। তিনি অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে ঝর্ণার পরিবারকে সমাজচ্যুত করে একঘরে করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত