রানা আব্বাস, ঢাকা
আপনার বাংলাদেশ অধ্যায়টা তাহলে শেষই হয়ে যাচ্ছে? কিছুক্ষণ নীরব থাকার পর ওটিস গিবসনের সংক্ষিপ্ত উত্তর আসে, ‘চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে ২০ জানুয়ারি।’
যে পেস বোলিং কোচের অধীনে গত দুই বছরে বাংলাদেশের পেসাররা নতুন দিনের স্বপ্ন দেখছেন, যাঁর অধীনে প্রথমবারের মতো পেসাররা বিদেশের মাঠে টেস্ট জিতিয়েছেন—সেই গিবসনের বাংলাদেশ অধ্যায়টা আরেকটু বড় হতে পারত না? এসব প্রশ্নের উত্তর মেলাতে হলে গিবসন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—দুই পক্ষকেই একটি সমঝোতায় আসতে হতো। সেটি যে হয়নি, গিবসনের বিদায়েই বোঝা যাচ্ছে।
বাংলাদেশ দলের এক বিদেশি কোচ পরশু হোয়াটসআপ বার্তায় বলছিলেন, ‘বর্তমান যে বোলিং বিভাগটা আছে, এদের মতো আগে কোনো বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ এমন পারফর্ম করেনি। এদের কোচিং করিয়েছে, নির্দেশনা দিয়েছে ওটিস। অথচ এখন সবাই ভাবছে, সে যাচ্ছে, যাক। ব্যাপারটা হাস্যকর!’
অবশ্য এটা ঠিক, পেশাদার কোচ হিসেবে গিবসন চুক্তির নির্ধারিত মেয়াদ শেষে নতুন চাকরি খুঁজবেন, ক্রিকেট বোর্ডও তাঁর বিকল্প খুঁজবে। কিন্তু বার্বাডিয়ান কোচের এই স্বাভাবিক বিদায়েও যে আক্ষেপ ঝরেছে তাঁর ছাত্রদের কণ্ঠে। তাঁদের সঙ্গে কথা বলে বোঝা গেল, কোন ফাঁকে গিবসনের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাঁরা সেটা টেরই পাননি। পাননি বলেই তাঁর চলে যাওয়ায় অবাকও হয়েছেন তাসকিন-ইবাদতরা।
মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক ইবাদত হোসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই গিবসনকে কৃতিত্ব দিয়েছেন। গতকাল ক্রাইস্টচার্চ থেকে বলছিলেন, ‘গত দুই বছর আমাদের পেসারদের উন্নতি দেখলে বুঝতে পারবেন, তাঁর সঙ্গে কাজ করে আমাদের পেসাররা কতটা উন্নতি করেছে। আমরাও চাইছিলাম তিনি যেন থাকেন। তিনি যেভাবে শেখাতেন, খুব সহজে শিখতে পারার মতো একটা ব্যাপার ছিল। ঢাকায় একদিন আমাদের বলছিলেন, যাওয়ার আগে অন্তত চার-পাঁচজন বিশ্বমানের পেসার রেখে যেতে চাই এখানে।’
ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশ দলের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলছিলেন গিবসনের অধীনে তাঁদের টেকনিক্যাল উন্নতির কথা, ‘কোচ হিসেবে ওটিস আমাদের কাছে বেশি সুট করেছিলেন। রিস্ট পজিশন, লাইন-লেংথ, অ্যাকশন—কার কোথায় বেশি জোর দিলে ভালো হবে, এসব নিয়ে কাজ করেছেন। বোলারদের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। তাঁর চলে যাওয়ার খবরে আমরাও একটু অবাক হয়েছি!’
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য মোস্তাফিজুর রহমান বলছিলেন, ‘আমার বেসিকে সে হাত দেয়নি। বেসিক পরিবর্তন করলে আমার বোলিং নষ্ট হয়ে যেত। আমার ইনসুইংয়ে তার অবদান আছে। ২০২০ সালের শুরুতে এটা নিয়ে প্রথম তার সঙ্গে কাজ করেছিলাম।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা বাজারে ক্রিকেট বোর্ডগুলোর জন্য জাতীয় দলে ভালো মানের কোচ পাওয়া এখন বেশ চ্যালেঞ্জিং। ভালো কোচ এলেও নানা কারণে লম্বা মেয়াদে তাঁদের ধরে রাখা কঠিন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য গতকাল সাংবাদিকদের বলেছেন, গিবসন মোটেও আবেগতাড়িত হয়ে বিদায় নিচ্ছেন না, ‘কারও মন ভেঙেছে কি না, তাদের নিয়ে সমালোচনা হয়েছে...তারা এসবে অভ্যস্ত, খুব পেশাদার। কোনো কোচই আবেগপ্রবণ নয়।’
পেশাদার কোচরা আবেগপ্রবণ হন না—এটা যেমন ঠিক; এও ঠিক, একটা দেশের ক্রিকেট সংস্কৃতি, ক্রিকেট বোর্ড কতটা পেশাদার আচরণ করছে—এসবও তাঁরা ভাবেন। নাহলে দলের ওই কোচিং স্টাফ কেন এই প্রতিবেদককে বলবেন, ‘যারা কোচের চাকরি দেয়, তারা ভাবে যে কোচরা জাদুর কাঠি নিয়ে হাঁটে। আদতে তা নয়। খেলোয়াড়দের পেছনে প্রচুর সময় ব্যয় আর কঠোর পরিশ্রমই হচ্ছে কোচিং।’
আপনার বাংলাদেশ অধ্যায়টা তাহলে শেষই হয়ে যাচ্ছে? কিছুক্ষণ নীরব থাকার পর ওটিস গিবসনের সংক্ষিপ্ত উত্তর আসে, ‘চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে ২০ জানুয়ারি।’
যে পেস বোলিং কোচের অধীনে গত দুই বছরে বাংলাদেশের পেসাররা নতুন দিনের স্বপ্ন দেখছেন, যাঁর অধীনে প্রথমবারের মতো পেসাররা বিদেশের মাঠে টেস্ট জিতিয়েছেন—সেই গিবসনের বাংলাদেশ অধ্যায়টা আরেকটু বড় হতে পারত না? এসব প্রশ্নের উত্তর মেলাতে হলে গিবসন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—দুই পক্ষকেই একটি সমঝোতায় আসতে হতো। সেটি যে হয়নি, গিবসনের বিদায়েই বোঝা যাচ্ছে।
বাংলাদেশ দলের এক বিদেশি কোচ পরশু হোয়াটসআপ বার্তায় বলছিলেন, ‘বর্তমান যে বোলিং বিভাগটা আছে, এদের মতো আগে কোনো বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ এমন পারফর্ম করেনি। এদের কোচিং করিয়েছে, নির্দেশনা দিয়েছে ওটিস। অথচ এখন সবাই ভাবছে, সে যাচ্ছে, যাক। ব্যাপারটা হাস্যকর!’
অবশ্য এটা ঠিক, পেশাদার কোচ হিসেবে গিবসন চুক্তির নির্ধারিত মেয়াদ শেষে নতুন চাকরি খুঁজবেন, ক্রিকেট বোর্ডও তাঁর বিকল্প খুঁজবে। কিন্তু বার্বাডিয়ান কোচের এই স্বাভাবিক বিদায়েও যে আক্ষেপ ঝরেছে তাঁর ছাত্রদের কণ্ঠে। তাঁদের সঙ্গে কথা বলে বোঝা গেল, কোন ফাঁকে গিবসনের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাঁরা সেটা টেরই পাননি। পাননি বলেই তাঁর চলে যাওয়ায় অবাকও হয়েছেন তাসকিন-ইবাদতরা।
মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক ইবাদত হোসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই গিবসনকে কৃতিত্ব দিয়েছেন। গতকাল ক্রাইস্টচার্চ থেকে বলছিলেন, ‘গত দুই বছর আমাদের পেসারদের উন্নতি দেখলে বুঝতে পারবেন, তাঁর সঙ্গে কাজ করে আমাদের পেসাররা কতটা উন্নতি করেছে। আমরাও চাইছিলাম তিনি যেন থাকেন। তিনি যেভাবে শেখাতেন, খুব সহজে শিখতে পারার মতো একটা ব্যাপার ছিল। ঢাকায় একদিন আমাদের বলছিলেন, যাওয়ার আগে অন্তত চার-পাঁচজন বিশ্বমানের পেসার রেখে যেতে চাই এখানে।’
ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশ দলের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলছিলেন গিবসনের অধীনে তাঁদের টেকনিক্যাল উন্নতির কথা, ‘কোচ হিসেবে ওটিস আমাদের কাছে বেশি সুট করেছিলেন। রিস্ট পজিশন, লাইন-লেংথ, অ্যাকশন—কার কোথায় বেশি জোর দিলে ভালো হবে, এসব নিয়ে কাজ করেছেন। বোলারদের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। তাঁর চলে যাওয়ার খবরে আমরাও একটু অবাক হয়েছি!’
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য মোস্তাফিজুর রহমান বলছিলেন, ‘আমার বেসিকে সে হাত দেয়নি। বেসিক পরিবর্তন করলে আমার বোলিং নষ্ট হয়ে যেত। আমার ইনসুইংয়ে তার অবদান আছে। ২০২০ সালের শুরুতে এটা নিয়ে প্রথম তার সঙ্গে কাজ করেছিলাম।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা বাজারে ক্রিকেট বোর্ডগুলোর জন্য জাতীয় দলে ভালো মানের কোচ পাওয়া এখন বেশ চ্যালেঞ্জিং। ভালো কোচ এলেও নানা কারণে লম্বা মেয়াদে তাঁদের ধরে রাখা কঠিন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য গতকাল সাংবাদিকদের বলেছেন, গিবসন মোটেও আবেগতাড়িত হয়ে বিদায় নিচ্ছেন না, ‘কারও মন ভেঙেছে কি না, তাদের নিয়ে সমালোচনা হয়েছে...তারা এসবে অভ্যস্ত, খুব পেশাদার। কোনো কোচই আবেগপ্রবণ নয়।’
পেশাদার কোচরা আবেগপ্রবণ হন না—এটা যেমন ঠিক; এও ঠিক, একটা দেশের ক্রিকেট সংস্কৃতি, ক্রিকেট বোর্ড কতটা পেশাদার আচরণ করছে—এসবও তাঁরা ভাবেন। নাহলে দলের ওই কোচিং স্টাফ কেন এই প্রতিবেদককে বলবেন, ‘যারা কোচের চাকরি দেয়, তারা ভাবে যে কোচরা জাদুর কাঠি নিয়ে হাঁটে। আদতে তা নয়। খেলোয়াড়দের পেছনে প্রচুর সময় ব্যয় আর কঠোর পরিশ্রমই হচ্ছে কোচিং।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫