Ajker Patrika

দূর্বার পর দুধের গোসলে চেয়ারম্যানকে বরণ

তিতাস প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ২৬
দূর্বার পর দুধের গোসলে চেয়ারম্যানকে বরণ

তিতাস উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. নুর নবী। এ জন্য গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দারা তাঁকে দুধ দিয়ে গোসল করান। চেয়ারম্যান মো. নুর নবী ওই গ্রামের বাসিন্দা।

এ সময় বিজয়ী চেয়ারম্যানকে ধান-দূর্বাঘাস, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি মিষ্টি খাওয়া এবং রং খেলায় মেতে ওঠেন চেয়ারম্যানের সমর্থকেরা।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিতাসের বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মো. নুর নবী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তিনি বিজয়ী হন।

মো. নূর নবী ৭ হাজার ৩৯৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আতিকুর রহমান পান ৩ হাজার ১৫ ভোট।

দক্ষিণ আকালিয়া গ্রামের মিনু বেগম (৫০) বলেন, ‘নূরনবী আমাদের গ্রামের সন্তান। আল্লাহ চেয়ারম্যানকে নেক হায়াত দান করুক।’

মো. নুরনবী বলেন, ‘আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এর আগেও বলরামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম। এবারও ইউনিয়নবাসীর সেবায় কাজ করব। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত