Ajker Patrika

বুড়িচংয়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৪০
বুড়িচংয়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যার মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক হাবিবুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাখাওয়াত হোসেন (২২), কাউসার (২৩), সোহাগ (২৮) ও নাসির উদ্দিন (২৫)।

একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে কাউসার ও শাখাওয়াত জেল হাজতে ও বাকি দুই আসামি পলাতক রয়েছেন। রায়ে আবদুল গফুর ও মো. আরিফ নামের দুই ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামের নিজ ঘর থেকে ছালেহা বেগম নামের এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।

মামলার পর থানা পুলিশ বিষয়টি তদন্তের পর খুনিদের শনাক্ত করে বিভিন্ন সময় চারজনকে গ্রেপ্তার করে। পুলিশ সাক্ষ্যপ্রমাণসহ ওই বছরের ২৮ ডিসেম্বর কুমিল্লা আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিরা পুলিশকে জানিয়েছেন, ডাকাতির সময় বাধা দিলে তাঁরা ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেন।

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তানজিনা বলেন, আদালত দীর্ঘ ১০ বছর ধরে সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে গতকাল রায়ের দিন ধার্য করেন। গতকাল দুপুরে আদালতে গ্রেপ্তার দুই আসামিকে উপস্থিত করা হয়। আদালত দুই আসামির সামনে এ রায় পড়ে শোনান।

মামলার বাদী শিল্পী আক্তার বলেন, ‘আমরা আসামিদের ফাঁসি চেয়েছিলাম। আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবু আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত