Ajker Patrika

জ্বালানির মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ২২
জ্বালানির মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করুন

‘সরকার ব্যবসায়িক হিসাব-নিকাশ করে দেশ চালানোর চেষ্টা করছে।’ গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়ায় গ্রীণ কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

সংসদের বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, ‘আমরা এর ঘোর বিরোধিতা করি। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আমরা এই পদক্ষেপ থেকে সরকারকে দূরে আসা ও পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি। আমরা মনে করি, দেশের সহনশীল স্বার্থ প্রথমে দেখতে হবে। আপনারা যা করবেন, তা যুক্তিসংগতভাবে করবেন।’

জি এম কাদের বলেন, ‘কৃষকেরা যে জিনিস বিক্রি করছেন ৫-১০ টাকা, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে ৫০-৬০ টাকা হয়ে যায়। খরচ যেমন বাড়ছে, আয় বাড়ছে না। মানুষের চাকরি ও ব্যবসার সুযোগ-সুবিধা কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে। করোনাকালে আন্তর্জাতিক বাজারেই তেলের দাম কম ছিল। তখন তো তেলের দাম কমানো হয়নি।’

স্মরণ সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত