Ajker Patrika

প্রিয় অভিনেতার সঙ্গে শানু

প্রিয় অভিনেতার সঙ্গে শানু

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী শানারেই দেবী শানু। সিলেটে জন্ম নেওয়া এই অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০০৫ সালে। সে হিসাবে অভিনয়ে প্রায় দেড় যুগ হয়ে গেল তাঁর। এই দীর্ঘ সময়ে শানু অভিনয় করেছেন অনেক একক ও ধারাবাহিক নাটকে। ভালো নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি আছে তাঁর।

অভিনয় ও নাচের বাইরে লেখালেখির দিকেও মনোযোগ ছড়িয়েছেন শানু। কবিতা, গল্প ও উপন্যাস মিলিয়ে এক ডজনের বেশি বই প্রকাশ হয়েছে তাঁর। অভিনয়ে এ পর্যন্ত ছোট পর্দার অনেক জনপ্রিয় অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়েছেন শানু। তবে ইন্তেখাব দিনারের সঙ্গে এত দিন কাজ হয়নি তাঁর।

সেই অপ্রাপ্তি ঘুচল সম্প্রতি। ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘অনুসন্ধান’-এ অভিনয় করছেন শানু। তাতে সহশিল্পী হিসেবে পেয়েছেন ইন্তেখাব দিনারকে। ‘অনুসন্ধান’ নাটকের শুটিং করতে কয়েক দিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে ছিলেন তাঁরা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশলিয়ায় হয়েছে শুটিং। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন সাকিব রায়হান।

শানু জানিয়েছেন, ‘অনুসন্ধান’ নাটকটি ক্রাইম থ্রিলার ঘরানার। প্রচারিত হবে ঈদে। এতে গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শানু। তাঁর চরিত্রের নাম এস আই লোপা। আর ইন্তেখাব দিনার অভিনয় করেছেন ওসি লাবিব চরিত্রে। দিনারের সঙ্গে একই ফ্রেমে দাঁড়াতে পেরে বেশ উচ্ছ্বসিত শানু। 

শানু বলেন, ‘ইন্তেখাব দিনার ভাই আমার প্রিয় একজন অভিনেতা, প্রিয় মানুষ। মাটির মতো শান্ত তিনি। ছোটবেলাতেই জনপ্রিয় ধারাবাহিক ‘‘বন্ধন’’ দেখার সময় তাঁর ওপর গোপন ক্রাশ ছিল। সেই প্রিয় অভিনেতার সঙ্গে ক্ষুদ্র অভিনয়জীবনে এত দিন পর একসঙ্গে এক ফ্রেমে দাঁড়ানোর সুযোগ হলো। আমি সত্যিই অনেক আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত