Ajker Patrika

সৌম্যর সেঞ্চুরি, অপেক্ষায় আছেন আফিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০: ৪৫
সৌম্যর সেঞ্চুরি, অপেক্ষায় আছেন আফিফ

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) গতকাল হেসেছে সৌম্য সরকারের ব্যাট, পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। টপঅর্ডারের তিন ব্যাটারের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে গতকাল রানের পাহাড় গড়েছে মধ্যাঞ্চল। ৫ উইকেটে ৫৬৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শুভাগত হোম।

এই রানের চাপে ভেঙে পড়েছে বিসিবি উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়েছিল মার্শাল আইয়ুবের দল। ইনিংস হার এড়াতে আজ শেষ দিনে উত্তরাঞ্চলকে করতে হবে আরও ১৭২ রান। গতকাল তৃতীয় দিন একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯০ রানে ফেরেন উত্তরাঞ্চল ওপেনার।

তানজিদকে বোল্ড করে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন হাসান মুরাদ। তানজিদ ব্যর্থ হলেও তিন অঙ্ক ছুঁয়েছেন সৌম্য। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনেই শতক তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা সৌম্য ১০৪ রানে অপরাজিত ছিলেন। তাঁর দুই সঙ্গী সালমান হোসেন ইমন (৫৩) ও মোসাদ্দেক (৫০*) পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুরাদ নিয়েছেন ৩ উইকেট।

রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ভালো অবস্থানে বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে তাদের ৪২৯ রানে থামিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে এদিন সর্বোচ্চ ৫৯ রান করেছেন নাসুম আহমেদ। পূর্বাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নেন নাঈম হাসান, পেসার এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে ইমরুল কায়েসের দল। পূর্বাঞ্চলের লিড ২৬ রানের। পূর্বাঞ্চলকে কক্ষপথে ফেরান আফিফ হোসেন। একপ্রান্ত আগলে রেখে ৭৩ রানে অপরাজিত আছেন তিনি। দক্ষিণাঞ্চলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনিই ভরসা। পূর্বাঞ্চলের হয়ে ২টি করে উইকেট নেন নাসুম ও মেহেদী হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত