Ajker Patrika

উন্নত জাতের পাটবীজের প্রদর্শনী

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ৩৭
উন্নত জাতের পাটবীজের প্রদর্শনী

সিরাজগঞ্জের কামারখন্দে নাবি (দেরিতে) জাতের পাটবীজ উৎপাদন করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এ বীজ উৎপাদন করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ২০ জন কৃষককে প্রয়োজনীয় প্রশিক্ষণ সার, বীজ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ২ হাজার ৬৩০ টাকা করে দেওয়া হয়েছে। আর প্রত্যেক কৃষকের ২৫ শতাংশ জমিতে এ বছর নাবি জাতের পাটবীজ উৎপাদন করা হচ্ছে।

উপজেলার ঝাটিবেলাইয়ের উজ্জ্বল খান ভাসানী বলেন, ‘প্রতিবছর বীজ কেনার পর পাট চাষ করা হয়। তবে এ বছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় নিজের জমিতে নাবি জাতের পাট চাষ করে বীজ উৎপাদন করেছি।’

কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, ‘বিভিন্ন এলাকায় ২০ জন কৃষককে নাবি জাতের বীজের প্রদর্শনী দিয়েছি। প্রদর্শনীতে নাবি জাতের পাট চাষে ফলন ভালো হলে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি আগামী কয়েক বছরে এর চাহিদা অনুযায়ী লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত