চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ডেবডেবী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আটক করা হয়েছে দুজনকে। নিহত দুজন ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে র্যাব।
নিহত দুজন হলেন বাবুল জলদাশ (৪০) ও উনুস ওরফে কালু (৪০)। বাবুল উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরকিল এলাকার মৃত নারায়ণ জলদাশের ছেলে ও ইউনুস মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুখদেখি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম বড় ভেওলার মৃত নজির আহাম্মদের ছেলে আবুল কালাম (৪৫) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ হাজীপাড়ার মৃত আব্দুর রইফের ছেলে শাহ নেওয়াজ টিপু (৫০)।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাবের টহলদল ভোরে পশ্চিম বড় ভেওলা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুজনকে পড়ে থাকতে দেখে র্যাব। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩টি দেশি অস্ত্র, ৬টি গুলি, ৪টি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনেরা একজনের মরদেহ চিহ্নিত করেছেন। অপরজনের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ডেবডেবী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আটক করা হয়েছে দুজনকে। নিহত দুজন ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে র্যাব।
নিহত দুজন হলেন বাবুল জলদাশ (৪০) ও উনুস ওরফে কালু (৪০)। বাবুল উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরকিল এলাকার মৃত নারায়ণ জলদাশের ছেলে ও ইউনুস মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুখদেখি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম বড় ভেওলার মৃত নজির আহাম্মদের ছেলে আবুল কালাম (৪৫) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ হাজীপাড়ার মৃত আব্দুর রইফের ছেলে শাহ নেওয়াজ টিপু (৫০)।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাবের টহলদল ভোরে পশ্চিম বড় ভেওলা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুজনকে পড়ে থাকতে দেখে র্যাব। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩টি দেশি অস্ত্র, ৬টি গুলি, ৪টি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনেরা একজনের মরদেহ চিহ্নিত করেছেন। অপরজনের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫